লেবাননের দক্ষিণ শহর তিরে ইসরায়েলি ড্রোন হামলায় আল-মানার টিভি চ্যানেলের সাংবাদিক আলি নূর আল-দিন নিহত হয়েছেন। নিহত আলি হিজবুল্লাহ সংযুক্ত এই চ্যানেলে কাজ করতেন। লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এ হত্যাকাণ্ডকে “লেবাননের মিডিয়া সম্প্রদায়ের ওপর ইসরায়েলের বর্ধিত হামলার একটি সংকেত” হিসেবে বর্ণনা করেছে।
লেবাননের তথ্য মন্ত্রী পল মরকোস এক পোস্টে বলেন, “সাংবাদিক ও মিডিয়া কর্মীদের লক্ষ্যবস্তু বানানো স্পষ্ট যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের ঘোর উলঙ্ঘন।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান, যাতে লেবাননের সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
একই দিনে দক্ষিণ লেবাননের কফার রুম্মানে ইসরায়েলি ড্রোন হামলায় গাড়িতে থাকা মিশরীয় নাগরিক আবদুল নবি রামাদান আমিন আল-সায়েদ ও লেবাননের নাগরিক সামের হতৈত নিহত হয়েছেন, জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক।
এই হত্যাকাণ্ডের সাথে মিলিয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয় জাতিসংঘে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫-এ ইসরায়েল যথাক্রমে ৫৪২, ৬৯১ এবং ৮০৩ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, যা মোট ২,০৩৬ ঘটনা।
মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজোলিউশন ১৭০১-এর স্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধে শেষ হয়েছে এই রেজোলিউশনের মাধ্যমে।
ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি ঘোষণা করে, যা সেপ্টেম্বরে সংঘটিত পূর্ণাঙ্গ যুদ্ধকে শেষ করে। চলমান সংঘর্ষে ইসরায়েল দীর্ঘদিনের হিজবুল্লাহ নেতা হাসান নসরাল্লাহ, তার উপদেষ্টা ও অন্যান্য সিনিয়র নেতাদের হত্যা করেছিল।
গত এক বছরে হিজবুল্লাহ কোনো পাল্টা হামলা চালায়নি।
আইকে/এসএন