বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও পর্দায় ফিরে আসছেন। ২০২৬ সালে তাদের তৃতীয় ছবি ‘রাওয়াদি’ নিয়ে দর্শকেরা অপেক্ষায় রয়েছেন। দুই তারকার একসঙ্গে থাকা পর্দার রসায়ন ও আবেগের মেলবন্ধন এই ছবিতেও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে এই জুটির প্রথম ছবি ‘গীতা গবিন্দম’ (২০১৮) দর্শকপ্রিয় রোমান্টিক ব্লকবাস্টার হিসেবে ধামাকা করেছিলেন। পরবর্তী ছবি ‘ডিয়ার ক্রেম’ (২০১৯) তারকা পারফরম্যান্স ও আবেগের মাধ্যমে কাল্ট ফেভারিট হিসেবে দর্শক হৃদয় জয় করে নেয়।
এবারের ‘রাওয়াদি’ ছবির ঘোষণার পর ভক্তদের মধ্যে উত্তেজনা সীমাহীন। এই জুটি সর্বদা আবেগ, তীব্রতা এবং বক্স অফিস সাফল্য দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। তাই নতুন ছবিতেও একই ধরনের শক্তিশালী কেমিস্ট্রি এবং Blockbuster সাফল্য প্রত্যাশা করছেন দর্শকরা।
দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন তারা আবার বিজয় ও রাশমিকার রোমাঞ্চকর দম্পতির রসায়ন পর্দায় দেখতে পাবেন।
এমকে/এসএন