হ্যামস্ট্রিং চোটে ১০ সপ্তাহ প্রিমিয়ার লিগের বাইরে প্যাট্রিক ডরগু

হ্যামস্ট্রিং চোটে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার প্যাট্রিক ডরগুকে। গত রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ডরগু। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হাফ-ভলিতে দলকে এগিয়ে দেন ডেনমার্কের এই ফুটবলার। তবে ম্যাচের শেষদিকে উরুতে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন তিনি। ৮১ মিনিটে তাঁকে বদলি হিসেবে তুলে নেন কোচ মাইকেল ক্যারিক।

ম্যাচ শেষে অন্তর্বর্তীকালীন কোচ ক্যারিক প্রথমে বিষয়টিকে তেমন গুরুতর মনে করেননি। তিনি বলেছিলেন, ‘তার একটু ক্র্যাম্প হয়েছিল। আশা করছি বড় কিছু নয়। এখনই নিশ্চিত করে বলা কঠিন, তবে আমরা আশাবাদী।’

পরবর্তী পরীক্ষায় জানা গেছে, চোটটি ধারণার চেয়ে গুরুতর। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডরগু অন্তত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন। ২১ বছর বয়সী এই ফুটবলার প্রায় ১০ সপ্তাহ খেলতে পারবেন না। এতে ইউনাইটেডের পরবর্তী আট ম্যাচে তাঁর না খেলার শঙ্কা তৈরি হয়েছে।

চোটের কারণে ডেনমার্ক জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন ডরগু। মার্চের শেষদিকে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনাল খেলতে না পারার সম্ভাবনা প্রবল। ডেনমার্ক ফাইনালে উঠলে আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য প্লে-অফ ম্যাচটিও তাঁর খেলা হবে না।

ডরগুর জন্য সময়টা ছিল দারুণ ছন্দের। সাবেক কোচ রুবেন আমোরিমের সময়ে উইংব্যাক হিসেবে খেললেও ক্যারিক তাঁকে লেফট উইঙ্গারে সরিয়ে দেওয়ার পর আক্রমণে আরও কার্যকর হয়ে ওঠেন তিনি। আর্সেনালের বিপক্ষে গোলের আগে এক সপ্তাহ আগেই ম্যানচেস্টার ডার্বিতেও জাল কাঁপিয়েছিলেন ডরগু। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে তাঁর গোল ৩টি, অ্যাসিস্ট ৩টি।

কোচ ক্যারিকের কণ্ঠেও তাই ঝরে প্রশংসা, ‘শেষ কয়েক ম্যাচে আক্রমণে প্যাট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওর গতি, শক্তি আর মান দলকে আলাদা মাত্রা দিয়েছে।’ ডরগু এখন ইউনাইটেডের চোটের তালিকায় যোগ দিলেন ডিফেন্ডার মাতিয়াস ডি লিটের সঙ্গে। পিঠের সমস্যায় ডে লিট গত ১১ ম্যাচ ধরেই মাঠের বাইরে। ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে আগামী ১ ফেব্রুয়ারি, যেখানে তারা ঘরের মাঠে ফুলহামের মুখোমুখি হবে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষ চারেই রয়েছে ক্লাবটি।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমি নির্বাচিত হলে চান্দাবাজি চলবে না, চান্দাবাজদের কাজ দেব: নুরুল ইসলাম Jan 27, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ সিল দিলে বৈষম্য দূর হবে-এ দাবি বিভ্রান্তিকর ও অসৎ: আসিফ সালেহ Jan 27, 2026
img
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড Jan 27, 2026
img
মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া Jan 27, 2026
img
দলীয় সব পদ থেকে আরো ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি Jan 27, 2026
img
দুর্নীতি আমার পরিবারের কেউ করলেও তাকে পুলিশে ধরিয়ে দেন: শামা ওবায়েদ Jan 27, 2026
img
জামায়াতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও সাতখুন মাফ: রিজভী Jan 27, 2026
img
বউভাতের দুপুরে স্নিগ্ধ সাজে মধুমিতা ও দেবমাল্য Jan 27, 2026
img
গোপালগঞ্জে জামায়াত আমিরের পথসভা Jan 27, 2026
img
মুস্তাফিজকে বাদ দিয়ে দুর্বলের ওপর শক্তি চর্চা করেছে ভারত: শারদা উগরা Jan 27, 2026
img
ফরিদপুরে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 27, 2026
img
এবার সুর নরম আইসিসির Jan 27, 2026
img
ড্রামার স্লাই ডানবার মারা গেছেন Jan 27, 2026
img
ইরানে সরকার পতন হলে ‘বাফার জোন’ চালুর পরিকল্পনা তুরস্কের Jan 27, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি-এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা Jan 27, 2026
img
রিসিপসন লুকে সবার নজর কাড়লেন মধুমিতা-দেবমাল্য নবদম্পতি Jan 27, 2026
img
জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী Jan 27, 2026
img
কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না : অরিজিৎ সিং Jan 27, 2026
img
বসন্ত পঞ্চমীতে মেয়েকে নিয়ে সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেন আবির-নন্দিনী Jan 27, 2026
img
যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থীকে শোকজ Jan 27, 2026