তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা এখন থেকে ইন্টারনেটের সহায়তায় দেশ-বিদেশের মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে অথচ তোমাদের ওখানে পৌঁছায়নি। এটা যে এতদিনেও হয়নি এজন্য সরকার দায়ী। আমরা ক্ষমাপ্রার্থী। আজকে শুরু করলাম মাত্র ১২টা স্কুল নিয়ে। অথচ এটা সাড়ে তিন হাজার স্কুলে শুরু হওয়ার কথা। আমাদের খুব তাড়াতাড়ি সে লক্ষ্যে পৌঁছাতে হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এত সুন্দর জায়গা, পৃথিবীতে এত সুন্দর জায়গা কয়টা আছে? অথচ ওখানে ভালো শিক্ষকরা যেতে চায় না। ইন্টারনেটের মজা হলো এখন আর এক শিক্ষকের ওপর নির্ভর থাকতে হবে না। শিক্ষক পৃথিবীর যেখানে আছে সেখান থেকেই তোমাকে পড়াবে। শিক্ষকের অভাবে তোমাদের শিক্ষার মান কমবে না।’ ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকের পরামর্শ নেওয়াও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা সবাই এদেশের নাগরিক। অন্য নাগরিক যে অধিকার পায়, তোমরাও সে অধিকার পাবে। বঞ্চিত থাকার কোনো কারণ নেই। এটা দিতে না পারা হলো সরকারের অযোগ্যতা, এই অযোগ্যতা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি।’

আজ থেকে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল-আমিন নূরীয়া দাখিল মাদ্রাসা, ফারুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়; খাগড়াছড়ির কমলছড়ি পাইলট হাই স্কুল, হাজাছড়ি জুনিয়র হাইস্কুল, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুজগাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বান্দরবানের বালাঘাটা আইডিয়াল স্কুল, হাজী ফিরোজা বেগম ওয়ামি একাডেমি, তিন্দু জুনিয়র হাই স্কুল ও বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘আজ এই কার্যক্রমের মধ্য দিয়ে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করল। সরকার পার্বত্য অঞ্চলের মানুষদের পেছনে রাখতে চায় না। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সাথে পুরো বাংলাদেশ ও গোটা বিশ্ব আরও সংযুক্ত হোক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

ইাউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের কারণে আমেরিকা ছাড়ার হিড়িক হলিউড তারকাদের Jan 27, 2026
img
আমি চুরি করব না, আমার চ্যালা-চামুন্ডারাও চুরি করবে না: রুমিন ফারহানা Jan 27, 2026
img
সাবিলা নূর এবার কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর Jan 27, 2026
img
বলিউড ও প্যান-ইন্ডিয়া সিনেমার চিরস্মরণীয় মুহূর্ত Jan 27, 2026
img
নিখুঁত প্রতিশোধের নীলনকশা আঁকছেন জয়া! Jan 27, 2026
img
সৎ, সাহসী, নীতিবান ও যোগ্য বন্ধুর জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ Jan 27, 2026
img
বাড্ডায় দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর Jan 27, 2026
img
দক্ষিণী পাত্রকে বিয়ে করছেন অভিনেত্রী অদ্রিজা Jan 27, 2026
img
ভাগনে-ভাগনির কণ্ঠে দেশাত্মবোধের সুর, আবেগঘন ভিডিওতে সালমান Jan 27, 2026
img
একসঙ্গে পর্দায় ফিরছে বিজয় ও রাশমিকার কেমিস্ট্রি Jan 27, 2026
img
প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা Jan 27, 2026
img
উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় ছন্দার জমজ দুই মেয়ে Jan 27, 2026
img
৫২ বছর বয়সেও হৃতিকের ফিট থাকার রহস্য Jan 27, 2026
img
নীল রেইনকোটের অপেক্ষায় অর্পিতার হৃদয় Jan 27, 2026
img
আজ সারিকা সাবরিনের জন্মদিন Jan 27, 2026
img
অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে মধুমিতার প্রাক্তন! Jan 27, 2026
img
দুই দশক পর সংগীতাঙ্গনে ফিরছে হাবিব-কায়া জুটি Jan 27, 2026
img
বলিউডে নতুন হিসাব, আমিশা প্যাটেলের সরাসরি বার্তা Jan 27, 2026
img
ব্লকবাস্টারের সম্ভাবনা নিয়ে আসছে চিয়ান৬৩ Jan 27, 2026
img
আপনারা প্রমিজগুলো রাখবেন, জনগণ হিসেবে আমরা এটুকুই চাই: তৌসিফ মাহবুব Jan 27, 2026