বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন আজ (২৭ জানুয়ারি)। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। তবে অর্ণবের জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক। সামাজিক মাধ্যমে অর্ণবের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
সুনিধি নায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সাথে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অর্ণবকে একজন ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। সুনিধি লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ; যে পার্কে গিয়ে ছবি আঁকতে পছন্দ করে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।’
সঙ্গে স্বামীর আগামীর দিনগুলোতে সুখ, সুস্বাস্থ্য এবং অনেক সুন্দর স্মৃতির প্রার্থনা করেছেন তিনি।
সুনিধির শেয়ার করা ছবিগুলোতে অর্ণবের ভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে। কিছু ছবিতে প্রকাশ পেয়েছে অর্ণবের প্রাণীপ্রেম; যেখানে তিনি তার আদরের পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে তাকে চেনা ছন্দে গিটার হাতে গান গাইতেও দেখা যায়। পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অর্ণবেরই জনপ্রিয় গান ‘দুষ্টু ছেলের দল’ যুক্ত করেছেন সুনিধি।
শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়ক দুজনেই সংগীত জগতের মানুষ। শান্তিনিকেতনে পড়ার সময় থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে ২০২০ সালের ২৮ অক্টোবর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি সংগীতে এবং ব্যক্তিগত জীবনে একে অপরের অনুপ্রেরণা হয়ে আছেন।
এসএন