মিনেসোটায় প্রাণঘাতী গুলির পর ট্রাম্প-ওয়ালজ ফোনালাপে শান্তির ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গত কয়েক সপ্তাহ ধরে চলমান নৈরাজ্য ও উত্তেজনার মধ্যেই অবশেষে শান্তিপ্রিয় সম্ভাবনার সূত্র দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিনেসোটা গর্ভনর টিম ওয়ালজের মধ্যে টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছিল। ট্রাম্পের নির্দেশে অনিয়মিত অভিবাসী হিসেবে সন্দেহভাজনদের ধরতে প্রায় তিন হাজার কেন্দ্রীয় অভিবাসী কর্মকর্তা মিনেসোটা পাঠানো হয়েছিল। সেই সিদ্ধান্তের পরই শহরে বিক্ষোভ দানা বেঁধে ওঠে, এবং দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় সামাজিক উত্তেজনা আরও তীব্র হয়।

মিনিয়াপোলিসে প্রথম নিহত হলেন ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টি, যাকে কেন্দ্রীয় কর্মকর্তারা অস্ত্রধারী বলে আত্মরক্ষার কথা উল্লেখ করলেও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রেট্টির হাতে কোনো অস্ত্র ছিল না। ভিডিওতে তাকে গ্রেফতারের চেষ্টা করার পরই শ্বাসরোধ ও গুলি চালানো হয়, যা সাধারণ নাগরিক ও স্থানীয় করলে বিস্ময় ও ক্ষোভ সৃষ্টি করেছে। এরপরই ক্রমশ রাষ্ট্র ও রাজ্য সরকারের মধ্যে কথাবার্তা কড়াকড়ি ওঠে।

এই পরিস্থিতির মধ্যেই সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ও গর্ভনর ওয়ালজ একান্ত এক ফোনালাপে বসেন। ওই আলাপচারিতায় দুই নেতা তীব্র টানাপোড়েনের বদলে শান্তিপ্রিয় মনোভাব প্রকাশ করেন। ট্রাম্প ফোনালাপের পর জানিয়ে দেন, তিনি ওয়ালজের সঙ্গে “সমান তরঙ্গদৈর্ঘ্যে” আছেন এবং পরিস্থিতি আরো উত্তেজিত হওয়ার বদলে সমাধানের দিকে ধাবিত হচ্ছে। ওয়ালজও তার সরকারি মুখপাত্রকে বলেন, আলাপে তারা “উৎপাদনশীল আলোচনা” করেছেন এবং ট্রাম্পের তরফ থেকে অভিবাসী কর্মকর্তাদের সংখ্যা কমানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত এসেছে।

এ আলোচনার পর সেন্টার ফর হোমল্যান্ড সিকিউরিটি ও অভিবাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা গ্রেগরি বোভিনোকে তার “কমান্ডার অ্যাট লার্জ” শিরোনাম থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং তাকে ক্যালিফোর্নিয়ার সীমান্ত কর্মসূচিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের দাবি, বোভিনো শীঘ্রই অবসর নেবেন। তবে সংশ্লিষ্ট বিভাগ এই বদলির কথা পুরোপুরি অস্বীকার করেছে। ট্রাম্প নিজেও বলেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যান “সেখানকার পরিস্থিতি জানেন এবং অনেক মানুষের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক রয়েছে”, ফলে শান্তিপূর্ণ সমাধানে তিনি ভূমিকা রাখবেন।

মিনেসোটায় বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে ট্রাম্প আগেভাগে ডিএইচএস-কে নির্দেশ দিয়েছেন, যাতে রাজ্য নিজস্ব তদন্ত পরিচালনা করতে পারে, বিশেষত প্রেট্টির মৃত্যু নিয়ে। এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের কাছে কিছুটা স্বস্তির সৃষ্টি করেছে। একই সঙ্গে মিনেসোটায় কর্মরত কিছু ফেডারেল কর্মকর্তা মঙ্গলবার থেকে টুইন সিটিজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানায়।

এদিকে রাজনৈতিক মহলে ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা আরও জোরদার হচ্ছে। রিপাবলিকান পার্টির মধ্যে শীর্ষ কোনো এক গর্ভনর প্রার্থী ক্রিস মাডেল প্রকাশ্যে বলেন, তিনি আর এই নীতির সঙ্গে যোগ দিতে পারবেন না এবং প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন। তার ভাষায়, “আমরা সাধারণ নাগরিকদের ওপর এমন প্রতিশোধমূলক নীতি লাগাতে পারি না।”

ঘটনাগুলোতে সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তা, বিচার ব্যবস্থা ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যকার সমন্বয়ের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। ট্রাম্প-ওয়ালজের আলোচনার পর যে শান্তিপ্রিয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা যদি বাস্তবে ফলপ্রসূ হয়, তাহলে মিনেসোটার পরিবেশ এবং দেশব্যাপী অভিবাসন নীতি নিয়ে তীব্র আলোচনার মধ্যেও একটা সম্ভাব্য সমাধানের রাস্তাকে সূচিত করতে পারে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন গোয়েন্দারা Jan 27, 2026
img
বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন সাবেক ফিফা সভাপতি Jan 27, 2026
img
ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে সমাবেশের ডাক দিলো মহিলা জামায়াত Jan 27, 2026
img
প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ Jan 27, 2026
img
সিয়ামের 'রাক্ষস' সিনেমায় সঞ্জয় দত্ত! Jan 27, 2026
img
দেবলীনার পাশে অটুট বন্ধু সায়ক চক্রবর্তী Jan 27, 2026
img
তানজিল মিসবাহর নতুন গান ‘চাঁদ বদনে’ প্রকাশ Jan 27, 2026
img
কারিশমাকে নিয়ে অক্ষয়ের মন্তব্যে কারিনার পালটা জবাব Jan 27, 2026
img
প্রীতমের জন্মদিনে মেহজাবীনের চমক! Jan 27, 2026
img
পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল Jan 27, 2026
img

জামায়াতকে প্রশ্ন তারেক রহমানের

বিএনপি এতো খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন? Jan 27, 2026
img
দুর্নীতির পাতা ধরে টানাটানি করব না, শিকড় ধরে তুলে ফেলব: জামায়াত আমির Jan 27, 2026
img
ঢাকার বর্ষায় জন্ম নেওয়া প্রেমের গল্পে নতুন জুটি Jan 27, 2026
img
মাত্র ২৪ পর্বে নাটকের ভিউ ছাড়াল ২.৬ বিলিয়ন! Jan 27, 2026
img
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫১০ টন চাল Jan 27, 2026
img
তৈমুরের জন্মের সময়ে ছিলেন না সাইফ, আক্ষেপ কারিনার Jan 27, 2026
img
ট্রাম্পের কারণে আমেরিকা ছাড়ার হিড়িক হলিউড তারকাদের Jan 27, 2026
img
আমি চুরি করব না, আমার চ্যালা-চামুন্ডারাও চুরি করবে না: রুমিন ফারহানা Jan 27, 2026
img
সাবিলা নূর এবার কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর Jan 27, 2026
img
বলিউড ও প্যান-ইন্ডিয়া সিনেমার চিরস্মরণীয় মুহূর্ত Jan 27, 2026