অবসর ভেঙে আবারও ক্রিকেটে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মঈন আলী। কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার ২০২৬ মৌসুমের জন্য অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য বিশেষ চুক্তিতে ইয়র্কশায়ারে যুক্ত হচ্ছেন সাবেক ইংল্যান্ড তারকা। চুক্তিতে ২০২৭ মৌসুম পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২০ ম্যাচে মঈনের সংগ্রহ ৭ হাজার ৭৯২ রান এবং ২৭১ উইকেট। ভাইটালিটি ব্লাস্টে তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস ১২১*।
ইংল্যান্ডের সীমিত ওভারের স্বর্ণালী যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মঈন দুটি বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ১ হাজার ২২৯ রান ও ৫১ উইকেট, সঙ্গে সাতটি ফিফটি।
ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করে উচ্ছ্বসিত মঈন, ‘ব্লাস্টের জন্য ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এটি বড় একটি ক্লাব, সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সবচেয়ে ভালো লাগছে দল যে পথে এগোচ্ছে তা দেখে। স্কোয়াডে অনেক প্রতিভা রয়েছে এবং অ্যান্থনির সঙ্গে কাজ করার সুযোগটা রোমাঞ্চকর।’
হেডিংলিতে আবারও মাঠে নামতে তর সইছে না মঈনের, ‘আমি সবসময় হেডিংলিতে খেলতে ভালোবাসি-উইকেট, পরিবেশ এবং সমর্থকদের কারণে জায়গাটি বিশেষ। এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি ক্ষুধার্ত মনোভাব নিয়ে আসছি, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইয়র্কশায়ারকে প্রতিদ্বন্দ্বিতায় সাহায্য করতে চাই।’
ক্লাবের ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন মনে করেন, মঈনের অন্তর্ভুক্তি ইয়র্কশায়ারের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন, ‘মঈন বিশ্বমানের অলরাউন্ডার। মাঠের বাইরেও তার প্রভাব অনেক বড়। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের টি-টোয়েন্টি দলকে আরও শক্তিশালী করবে।’
ড্রেসিংরুমে মঈনের উপস্থিতিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস হ্যামিল্টনের, ‘ড্রেসিংরুমে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে। ইয়র্কশায়ারের ক্রিকেটের জন্যও এটি ইতিবাচক বার্তা। মঈনের সিদ্ধান্ত ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিবেশের প্রতি আস্থারই প্রমাণ’
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন মঈন।
এমআই/এসএন