সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউ মার্কেট ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ গণভোটের পক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘গত ১৫ মাস যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের অভাগা, বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে।
শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই।’
কুমিল্লাকে নিয়ে শেখ হাসিনার বিশেষ ধরনের কষ্ট ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সেই কষ্ট থেকে কুমিল্লায় নতুন ধরনের প্রস্তাব তো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তা বন্ধ করে দিয়েছিল। কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ শেষ না হতে হতেই তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি, বাংলাদেশের মানুষ ১৭ বছর নিপীড়নের পর, গত ১৭ মাসে আবার নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিসহ যত ধরনের অন্যায়, অনাচার আছে শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল সেই ১৭ বছরের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষকে দিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতায় আমরা ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট হওয়া উচিত।’ তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উ.) জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমআই/এসএন