তৃপ্তি দিমরির বলিউড ক্যারিয়ার এখনো খুব বেশি লম্বা হয়নি। প্রায় নয় বছরে সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দশটি। প্রথম দুটি সিনেমা ‘মম’ এবং ‘পোস্টার বয়জ’-এ ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর তাতেই কেল্লাফতে। পরের বছর থেকেই নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তৃপ্তি বুঝিয়ে দেন বলিউড দর্শকের মন জয় করতে এসেছেন তিনি। রোম্যান্টিক চরিত্রের জন্য দুর্দান্ত এ অভিনেত্রীর ক্যারিয়ারের এগারো নম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে এ বছর ভালোবাসা দিবসের আগের দিনই। বিশাল ভরদ্বাজ পরিচালিত রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘ও রোমিও’ নামের ওই সিনেমায় ৩১ বছর বয়সি তৃপ্তি অভিনয় করেছেন প্রধান নারীচরিত্র আফশার ভূমিকায়। শহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধা এ সিনেমার ট্রেলার ঘটা করেই প্রকাশ হয়েছে সম্প্রতি। এরপর থেকে দারুণ আলোচনায় রয়েছেন তৃপ্তি দিমরি। ধারণা করা হচ্ছে প্রেম, প্রতিশোধ ও সহিংসতার এক ভয়ংকর জগতের চিত্র তুলে ধরা সিনেমাটি হতে যাচ্ছে এ অভিনেত্রীর ক্যারিয়ারের নতুন মাইলফলক।
ট্রেলারে দেখা যায়, তৃপ্তি দিমরির সঙ্গে প্রেমে সম্পৃক্ত হওয়া শহিদ কাপুর এক নির্মম ও ভয়ংকর জীবনে অভ্যস্ত। প্রেমপাগল এক যুবকের মধ্যে গোপনে অস্তিত্ব গেড়েছে এক নিষ্ঠুর খুনির প্রতিবিম্ব। তৃপ্তি অভিনীত চরিত্র আফশার সঙ্গে শুরু শহিদ কাপুর অভিনীত চরিত্র উস্তারার সম্পর্কের টানাপোড়েন। ধীরে ধীরে বিধ্বস্ত হয় তাদের প্রেম, যা একপর্যায়ে রূপ নেয় জিঘাংসায়।
সিনেমায় এ দুইয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন-অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, ফরিদা জালাল, নানা পাটেকার, দিশা পাটানি, অরুনা ইরানি প্রমুখ। সিনেমায় ব্যবহার করা হয়েছে অরিজিত সিং, মধুবন্তি বাগচি ও জাভেদ আলির গাওয়া দারুণ দুটি রোম্যান্টিক গান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে দেখানো হয়েছে এক সময়ের স্থানীয় সন্ত্রাসী উস্তারার উত্থান। সে নিজেকেই নায়ক মনে করত। নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলা, রাস্তায় নাচ-গান আর ক্ষমতার দাপট দেখানোর দৃশ্য রয়েছে প্রকাশিত ট্রেলারে। তবে উছৃঙ্খল উস্তারার জীবনে বাঁক এনে দেয় আফশা। সিনেমার গল্প অনুযায়ী একটি হত্যার উদ্দেশ্যে আসা এ নারী শেষ পর্যন্ত উস্তারার জীবনই ওলটপালট করে দেয়। দেখা যাক, মুক্তির পর কতটা সাড়া জাগাতে পারে সিনেমাটি।

তবে আর যাই হোক, রোমান্টিক চরিত্রের জন্য পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ হয়েছেন তৃপ্তি দিমরি। ২০১৮ সালে মুক্তি পাওয়া সাজিদ আলি পরিচালিত রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা ‘লায়লা মজনু’তে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন-ছোট্ট দুটি চরিত্রে অভিনয় করে হঠাৎ নায়িকা চরিত্রে অভিনয় করানোর মতো দুরন্ত ঝুঁকি উৎরে গেছেন পরিচালক সাজিদ আলিও। অবিনাশ তিওয়ারির বিপরীতে অভিনয় করেছিলেন তৃপ্তি। সবাইকে অবাক করে দিয়ে দারুণ হিট করল সিনেমাটি। প্রায় তিন কোটি রুপিতে নির্মিত সিনেমাটি বক্সঅফিস থেকে তুলে নিয়েছে প্রায় ১২ কোটি রুপি। এরপর ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পেল তৃপ্তি দিমরি-অবিনাশ তিওয়ারি জুটি অভিনীত সিনেমা ‘বুলবুল’। এ সিনেমায় অভিনয় করে তৃপ্তি সেরা অভিনেত্রী হিসাবে পেলেন ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। এরপরই যেন হয়ে উঠলেন নেটফ্লিক্স দর্শকদের অন্যতম সেনসেশন। ব্যবসায়িক দিক থেকে তৃপ্তির ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া কমেডি হরর সিনেমা ‘ভুলভুলাইয়া-থ্রি’। ১৫০ কোটি রুপি ব্যয়ে আনিস বাজমি নির্মিত সিনেমাটি বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় সাড়ে চারশ কোটি রুপি।
এমকে/টিএ