মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই প্লেব্যাক জগতকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে গোটা বিনোদন দুনিয়াকে থমকে দিলেন অরিজিৎ সিং। প্রিয় কণ্ঠের এমন সিদ্ধান্তে শুধু সাধারণ শ্রোতাই নন, মনখারাপের আবহ ছড়িয়ে পড়েছে টলিউড ও বলিউডের শিল্পীমহলেও। অনেকের কাছেই বিষয়টি বিশ্বাস করতে সময় লেগেছে, কেউ কেউ এখনো মেনে নিতে পারছেন না এই বিদায়।
নিজের সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে সরে আসার কথা জানানোর পরই একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে। র্যাপার বাদশা লেখেন, একশো বছরে এমন একজনই আসেন। গায়ক ও সুরকার অমল মালিক আবেগঘন বার্তায় জানান, এই খবর বিশ্বাস করতে তাঁর সময় লাগছে, তবে অরিজিতের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং একজন ভক্ত হিসেবেই সবসময় পাশে থাকবেন। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি মন্তব্য করেন, একটি যুগের অবসান হল, অরিজিতের কণ্ঠস্বর চিরকাল মনে গেঁথে থাকবে।
টলিউডেও একইরকম আবেগ। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অরিজিতকে ভীষণ মিস করবেন তিনি, যদিও একজন শিল্পীর নিজস্ব সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলেন। তাঁর মতে, প্লেব্যাক ছাড়াও অরিজিতের সামনে সংগীতের আরও বহু পথ খোলা রয়েছে। দীর্ঘদিনের সহযাত্রী দেবও মনখারাপের কথা লুকোননি। তাঁর বহু ছবিতে অরিজিতের কণ্ঠে গান শোনা গেছে, তাই এই বিদায় তাঁকেও স্পর্শ করেছে।
তবে প্লেব্যাক থেকে সরে আসার অর্থ যে সংগীত থেকে বিদায় নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অরিজিৎ নিজেই। ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ঈশ্বর তাঁর প্রতি সদয় ছিলেন, প্লেব্যাক বন্ধ করলেও নতুন গান তৈরি করা তিনি ছাড়ছেন না। সেই কথাতেই এখন সান্ত্বনা খুঁজছেন ভক্তরা, অপেক্ষায় আছেন প্রিয় শিল্পীর আগামী ‘ভালো কিছু’র।
পিআর/টিকে