ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বহু সুপারহিট গানের শিল্পী অরিজিৎ সিং গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যখন প্লেব্যাক গানকে বিদায় জানানোর ঘোষণা দেন, তখন তার অসংখ্য ভক্ত বিস্মিত হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়।
তবে অরিজিৎ সিং এটিও লিখেছেন যে সংগীতের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে এবং তিনি নিয়মিত সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করে যাবেন।
কিন্তু যে প্লেব্যাক গান তাকে শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে তা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাত্র ৪০ বছর বয়সে কেন নিলেন অরিজিৎ সিং?
বিবিসি এ বিষয়ে জানতে অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে তাঁর সিদ্ধান্তের নেপথ্য কারণ বোঝার চেষ্টা করেছে।
অরিজিৎ সিং অনুরাগ বসুর 'বারফি', 'জগ্গা জাসুস', 'লুডো', ' মেট্রো ইন দিনো'সহ একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন এবং এসব ছবির বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
অনুরাগ বসু বিবিসিকে বলেন, "সারা বিশ্বের মানুষ হয়তো এই সিদ্ধান্তে অবাক হতে পারে, কিন্তু তার সিদ্ধান্তে আমি মোটেই অবাক নই। আমি বহুদিন ধরেই জানি, অরিজিৎ কতটা প্রতিভাবান এবং গান ছাড়াও জীবনে সে আরও অনেক কিছু করতে চায়।"
তিনি বলেন, "আমি জানি, অরিজিৎ সিং চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভীষণ আগ্রহী। এমনকি 'বারফি' সিনেমা বানানোর সময়ও অরিজিৎ আমাকে অনুরোধ করেছিল, সে আমার সহকারী হিসেবে কাজ করতে চায়। সে একটি স্কুল খুলতে চায় এবং শিশুদের সঙ্গে সময় কাটাতে চায়। তার আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা আমাদের সামনে তার একেবারে ভিন্ন দিক তুলে ধরবে।"
এসকে/টিএ