'বাংলার ক্রাশ' হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। যিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। অভিনয়ের সঙ্গে সঙ্গে ঋতাভরীর কিলার ভঙ্গিমা বহু পুরুষের রাতের ঘুম উড়িয়ে দেয়। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান, সব পোশাকেই ঋতাভরীর থেকে চোখ সরানো দায়।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে সাহসী ছবির ছড়াছড়ি। তবে সম্প্রতি এক অন্যরকম লুকসে ধরা দিলেন তিনি। আর সেই ছবি পোস্ট করতেই হু হু করে প্রতিক্রিয়া জানালেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়লেন না।
কিছু শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছরে ঋতাভরীর ওজন কিছুটা বেড়েছে। কিন্তু তাতে তাঁর অনুরাগীর সংখ্যা যে কমেছে, এমনটা নয়।
ঋতাভরীর শেয়ার করা ছবিতে তাঁকে সাদা শাড়ি, কালো রঙের ফুলস্লিভ ব্লাউজে দেখা গেছে। কোঁকড়ানো খোলা চুল, কাজল কালো চোখ আর কপালে কালো টিপ, নায়িকাকে মন্ত্রমুগ্ধের মতোই দেখতে ইচ্ছে করবে- এমনটাই একটি শ্রেণি বলছে।
শাড়ির আঁচল একটু সরতেই বক্ষবিভাজিকা একেবারে স্পষ্ট হয়। হালকা শীতের দুপুরে তাঁর এই ছবি রীতিমতো উষ্ণতা বাড়াচ্ছে নেট দুনিয়ায়। আর এ কারণে নেটিজেনদের একাংশ তাকে তুলোধুনো করে ছাড়লেন। তীব্র সমালোচনার কবলেও পড়েন নায়িকা।
এই ছবি শেয়ার করে ঋতাভরী হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, (জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এটাই কিছু সময় যা স্বাধীন এখন)।
' ঋতাভরীর এই ছবি শেয়ার হতেই নেটিজেনরা মিশ্র মন্তব্য শুরু করেন।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঋতাভরী। নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে তিনি সকলের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। নায়িকার সাহসী ফটোশ্যুট সব সময়ই প্রশংসা পেয়েছে। কখনও বিকিনিতে আবার কখনও শাড়িতে, নিজেকে লাস্যময়ী অবতারে তুলে ধরতে ভালোবাসেন নায়িকা। ওগো বধূ সুন্দরী থেকে অভিনয় জগতে পা তাঁর। সঙ্গে মডেলিংও করেছেন। কেরিয়ার শুরু হওয়ার অনেক পরে ঋতাভরী বড়পর্দায় সুযোগ পান। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ফাটাফাটি, বহুরুপ সহ বেশ কিছু সিনেমায় ঋতাভরী নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
এমআর/টিএ