অ্যান্টনি সেমেনিওর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর আক্রমণভাগে শূন্যতা তৈরি হয়েছিল এএফসি বোর্নমাউথে। সেই স্থান পূরণে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো দ্য গামা থেকে তরুণ স্ট্রাইকার রায়ানকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি।
বুধবার এক বিবৃতিতে রায়ানের চুক্তির বিষয়টি নিশ্চিত করে বোর্নমাউথ। প্রাথমিকভাবে ২ কোটি ৪৭ লাখ পাউন্ডের ট্রান্সফারে পাঁচ বছর ছয় মাসের চুক্তিতে তাকে দলে নিয়েছে ক্লাবটি। পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ হলে চুক্তির অঙ্ক আরও ৫৬ লাখ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
এটি বোর্নমাউথের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে ২০২৪ সালে পোর্তো থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভানিলসনকে দলে টানতে ক্লাবটির খরচ হয়েছিল ৩ কোটি ২০ লাখ পাউন্ড।
চুক্তি স্বাক্ষরের পর রায়ান বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। বিশেষ করে আমার জন্য যে স্পোর্টিং প্রজেক্ট তারা তৈরি করেছে, সেটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।”
বোর্নমাউথের প্রেসিডেন্ট অব ফুটবল অপারেশনস তিয়াগো পিন্তো রায়ানের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “রায়ান তার বয়সের তুলনায় অসাধারণ ধারাবাহিকতা ও পরিপক্বতা দেখিয়েছে। আমরা বিশ্বাস করি, তার সম্ভাবনা অনেক বড়। বোর্নমাউথ তার উন্নতির জন্য আদর্শ পরিবেশ। সে যেন নিজেকে আরও বিকশিত করতে পারে এবং দলে বাস্তব প্রভাব রাখতে পারে—সেই লক্ষ্যেই আমরা তাকে দলে এনেছি।”
ভাস্কো দ্য গামার একাডেমি থেকে উঠে আসা রায়ান ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০২৩ সালে ক্লাবের মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ভাস্কোর হয়ে ৯৯ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি। বয়সভিত্তিক জাতীয় দলে তার গোলসংখ্যা ৩৪ ম্যাচে ১৪।
চলমান গ্রীষ্মকালীন দলবদলে বোর্নমাউথ ইতোমধ্যে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার এলেক্স টথকে ১ কোটি ৪ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে। পাশাপাশি লাৎসিওর গোলকিপার ক্রিস্টোস ম্যান্ডাসের সঙ্গেও চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে চলছে।
এসকে/টিএ