বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা তৈরির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। নতুনভাবে চালু হওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট–এর ভেতরেই গড়ে উঠবে এই ব্যতিক্রমী ও ঝলমলে স্থাপনাটি।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রিয়েল এস্টেট ডেভেলপার ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের মধ্য দিয়ে এ পরিকল্পনার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি এই এলাকাকে দুবাইয়ের নতুন ‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে।
এই গোল্ড ডিস্ট্রিক্টে এক ছাদের নিচে থাকবে স্বর্ণ ও গয়নার সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু-খুচরা বিক্রি, পাইকারি বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগ সুবিধা পর্যন্ত।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে, যার মাধ্যমে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এই বাণিজ্যে আমিরাতের প্রধান অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক।
ইতোমধ্যেই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, কসমেটিকস, লাইফস্টাইল পণ্য ও গয়নার খাতে এক হাজারের বেশি রিটেইলার ব্যবসা করছে। জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক-এর মতো নামকরা ব্র্যান্ড সেখানে শক্ত অবস্থান গড়ে তুলেছে। পাশাপাশি, জুয়েলারি ব্র্যান্ড জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়- ২৪ হাজার বর্গফুটের ফ্ল্যাগশিপ স্টোর চালুর ঘোষণা দিয়েছে।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, 'এই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সুযোগ- এই তিনটির এক অনন্য মেলবন্ধন'।
এদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, 'স্বর্ণ দুবাইয়ের সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি ও উদ্যোক্তা মনোভাবের প্রতীক।'
তিনি আরও বলেন, 'নতুন এই গোল্ড ডিস্ট্রিক্টের মাধ্যমে দুবাই শুধু তাদের স্বর্ণের ঐতিহ্য উদযাপন করছে না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে সেটিকে নতুন যুগে নিয়ে যাচ্ছে'।
এমআর/টিএ