দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচার, প্রতিশ্রুতি আর জনসংযোগে সরগরম রাজনৈতিক মাঠ। ঠিক এমন সময় নির্বাচনী প্রতিশ্রুতি ও সাধারণ নাগরিক হিসেবে নিজের চাওয়া পাওয়া নিয়ে অভিমত জানালেন অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি বলেন, ‘আমাদের দেশে আমরা যে পর্যায়ে আছি প্রত্যেকটি জায়গায় আমাদের চাহিদা অনেক বেশি। আগেও বলেছি, এখনও বলছি। আমি শিল্পী, আমি কোনো দলের না। তবে সাধারণ জনগণ হিসেবে বলব, নির্বাচনে যেই জিতে আসুক তারা যেনো প্রথমে জনগণের কথা ভাবেন।’
নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি নিয়েও কথা বলেন তৌসিফ। এ অভিনেতা বলেন, ‘যারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা করছেন নির্বাচন পরবর্তী সময় যেন সেটা ঠিক থাকে। আপনারা প্রতিশ্রুতি রাখবেন, জনগণ হিসেবে আমদের এটুকুই চাই।’
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে অতীত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আগে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেকেই দেশে ছেড়ে চলে গেলেন। আবার অনেকের থেকে বলতে শুনেছি- বাংলাদেশের ওপর থেকে মন উঠে গেছে, এদেশে না থেকে বিদেশ চলে যাবো। এর মধ্যে তারকারাও আছেন। কিন্তু আমি তাদের এই কথা আমি বিশ্বাসী না।’
তৌসিফের কথায়, ‘আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো দেশটাকে ভালোবাসি। আমি মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ রাজনীতি হোক বা সংস্কৃতি দিয়ে হোক-একদিন পৃথিবীতে অনেক ভালো অবস্থানে যাবে।’
এমকে/টিএ