পাকিস্তান সুপার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জেসন গিলেস্পিকে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাবেক কোচ ও নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সফল আলোচনা শেষে চুক্তি সম্পন্ন হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে গিলেস্পি টেস্ট দলের প্রধান কোচ নিযুক্ত হন। একই সময়ে সাদা বলের দলের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। ওই বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে পদত্যাগ করেন গিলেস্পি। পিসিবির সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান এই অস্ট্রেলিয়ান। এবার তিনি পাকিস্তানেরই একটি ফ্র্যাঞ্চাইজিকে কোচিং করাবেন।
মার্চে শুরু হচ্ছে পিএসএল। আগামী ১৬ মার্চ পিএসএলের একাদশ আসর শুরু হবে। ৩ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। তার আগে ১১ ফেব্রুয়ারি হবে নিলাম। এবারের আসর হবে আট দলকে নিয়ে, হায়দরাবাদের সঙ্গে নতুন আরেকটি দল শিয়ালকোট।
এবি/টিএ