ভারতে নিজ শহর বারামতির কাছে বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান অজিত পাওয়ার।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তার ব্যবসায়িক বিমানটি সকাল প্রায় ৮টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর প্রায় ৩৫ মিনিট পর এটি বারামতির কাছাকাছি একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
আট থেকে নয়জন যাত্রী বহনে সক্ষম ‘লিয়ারজেট ৪৫’ বিমানটি সকাল ৮টা ৩৪ মিনিটে সারভেইলেন্স সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। কয়েক মিনিট পর আবার সংকেত পাঠানো শুরু হলেও সেটি একটি বৃত্তাকার পথে ঘুরছিল।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৩ মিনিটে বিমানটি সম্পূর্ণভাবে নীরব হয়ে যায়, যা দুর্ঘটনার সম্ভাব্য সময় নির্দেশ করে।
যে স্থানে বিমানটি এডিএস-বি সংকেত পাঠানো বন্ধ করে, সেটি বারামতি বিমানবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, যেখানে বিমানটির অবতরণ করার কথা ছিল।
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা এডিএস-বি এক্সচেঞ্জ-এর তথ্য অনুযায়ী, সংকেত বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি ১,০১৬ মিটার বা এক কিলোমিটারেরও বেশি উচ্চতায় এবং প্রতি ঘণ্টায় ২৩৭ কিলোমিটার গতিতে উড়ছিল।
এডিএস-বি এর তথ্যের প্রাথমিক বিশ্লেষণে বিমানটির উড্ডয়নপথে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। ফ্লাইটের প্রথম ১০ মিনিটের মধ্যেই বিমানটি ৬ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছে যায় এবং তখন এর গতি ছিল প্রতি ঘণ্টায় ১,০৩৬ কিলোমিটার।
এসকে/টিএ