জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন : প্রধান উপদেষ্টা

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই দেশ জালিয়াতির কারখানা হবে না, মানুষের সহায়ক সরকার হবে সবাইকে সেভাবে মন ঠিক করারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো। তবু আমি আবার বলব। পৃথিবীর চ্যাম্পিয়ন, কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল।

বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল।’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকার ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা।

আমাদের বুদ্ধি আছে নইলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।’ ড. ইউনূস বলেন, ‘কী হবে? এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগে থেকে আমাদের নিজেদের সংশোধন করি।

এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, সব কিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা এগুলো ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি। কাজেই আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দেশ জালিয়াতির কারখানা হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেভাবে মন ঠিক করি যে, আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসব। আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব, ওভাবে আমাদের চলতে হবে।’

জালিয়াতির কারণে বিদেশে ভিসা জটিলতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন থেকে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না। শুধু শ্রমিক নয়, বাংলাদেশের কোনো মানুষকে তারা প্রবেশাধিকার দেবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের বোঝানোর জন্য বললাম আমাদের যে মেরিনার, সারা পৃথিবীতে জাহাজ চালায়, আমাদের গর্বিত হওয়া উচিত, তারা এ শিল্পে নেতৃত্ব দিচ্ছে, তারা এক বন্দর থেকে আরেক বন্দরে যায়। তারা যখন ওই দেশের বন্দরে যায়, তখন কয়েক দিনের জন্য তারা ছুটি পায়। শহরে গিয়ে তারা একটু ঘোরাফেরা করে। আসা-যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। বাংলাদেশি নাগরিক হলে তাদের ওই দেশে নামতে দেওয়া হয় না।’

তিনি বলেন, ‘আমি মিনতি জানালাম যে বেচারারা জাহাজে জাহাজে ঘোরে, অন্তত তাদের জন্য একটু পারমিশন দাও। বলে, আমাদের নিয়মটা সবার জন্য প্রযোজ্য। আমি বললাম, আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও। কয়েক মাস পরে শুনলাম মেরিনারদের সেই সুযোগ দিয়েছে। এই ঘটনা একটা-দুইটা দেশ নয়, লম্বা লিস্ট, যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নেই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ওই মন্ত্রী যার সঙ্গে মেরিনারদের নিয়ে আলাপ করলাম। তিনি বলেন, দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বলছি, আমি নিজে গিয়ে দেখেছি, কেন বাংলাদেশিদের রিজেক্ট হচ্ছে। শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলল, একজন নারী সে এখানে এসেছে ডাক্তার হয়ে। তার ভিসা হলো ডাক্তার ভিসা। আমি দেখেই বুঝলাম ডাক্তার হওয়ার তার কোনো ক্ষমতা নেই। তার চেহারায় বলে না সে ডাক্তার। স্টাফরা তার সব কাগজপত্র দেখিয়ে বলল, তার সব কিছু ভুয়া, জাল। ওই মন্ত্রী বললেন, তার অ্যাসেসমেন্টে ওই নারীর সর্বোচ্চ গৃহকর্মীর কাজ করবে। কিন্তু নিয়ে এসেছে ডাক্তারের সার্টিফিকেট।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদের বিপরীতে স্বস্তিকা-সুদীপ্তা! Jan 28, 2026
img
এবার স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শিবপ্রসাদ? Jan 28, 2026
img
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন Jan 28, 2026
img
ধুমধাম করে ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান সারলেন ভারতী ও হর্ষ Jan 28, 2026
img
আমরা কি টেনিস খেলোয়াড় নাকি চিড়িয়াখানার প্রাণী: ইগা শিয়াটেক Jan 28, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি ইরান: আব্বাস আরাঘচি Jan 28, 2026
img
আবারও বিয়ে করছেন জেনিফার! Jan 28, 2026
img
বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি: সোবহানা মোস্তারি Jan 28, 2026
img
বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান কারাগারে Jan 28, 2026
img
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ দিন : সালাহউদ্দিন Jan 28, 2026
img
ভাষা হারালে পরিচয়ও হারায়: অপরাজিতা আঢ্য Jan 28, 2026
img
ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে : ফরিদা আখতার Jan 28, 2026
img
উত্তর আটলান্টিকে আটক ট্যাঙ্কারের ২ রুশ নাবিককে মুক্তি দিয়েছে ওয়াশিংটন Jan 28, 2026
img
যারা মায়েদের গায়ে হাত তুলেছ, ক্ষমা চাও : জামায়াত আমির Jan 28, 2026
img
মা শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপস না করতে: তারেক রহমান Jan 28, 2026
img
কার কথা ভেবে মনখারাপ অভিনেত্রী মানালির? Jan 28, 2026
img
চট্টগ্রামে গভীর গর্ত থেকে উদ্ধার শিশু মিসবাহ আর নেই Jan 28, 2026
img
প্রথমবার বিশ্বকাপে উঠে শৈশবে ফিরলেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা Jan 28, 2026
img
সারার সঙ্গে ঝামেলা মেটানোর জন্য কী শর্ত দিলেন ওরি? Jan 28, 2026
img
৩১ জানুয়ারি সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান Jan 28, 2026