যারা নিজেরাই ভোট কেনে, তারাই আবার দুর্নীতির গল্প শোনায় : মাহদী আমিন

জামায়াত ও এনসিপির নেতাদের উদ্দেশ্য করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, যারা নিজেরাই ভোট কেনে, তারাই আবার দুর্নীতির গল্প শোনায়।

তিনি অভিযোগ করে বলেন, ভোট চাইতে গিয়ে বিশেষ একটি দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করে যাচ্ছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনায়, সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ জানয়ারি) রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডে নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, আমরা লক্ষ্য করছি, একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্বচ্যাম্পিয়ন’ বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছেন। অথচ এটি জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।

তিনি বলেন, ২০০১ সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল ০.৪, যা ১৯৯৬-২০০১ পর্যন্ত শাসনক্ষমতায় থাকা তৎকালীন রাজনৈতিক দলটির দুর্নীতির প্রতিফলন। পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স এবং সুশাসনের ফলে এটি ক্রমশ উন্নতি হয়। সবশেষ বিএনপি ২০০৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাড়ার সময় স্কোর ২.০ তে উন্নীত হয়। যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনে শক্তিশালী ভূমিকা রেখেছে, এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে, তাদের বিরুদ্ধে এটি পরিকল্পিত অপপ্রচার।

তিনি আরও বলেন, খুবই বিস্ময়কর যে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দলটি নিজেই সরকারের অংশ ছিল। তাদের দুইজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি। কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদি প্রপাগাণ্ডার এই ধারাবাহিকতাকে ধরে রেখেছে। আমরা ওই দলটির এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গতকালের নির্বাচনী সফরে ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করেছেন দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, বিপুল জনসমাগমের কারণে সফরসূচিতে কিছুটা বিলম্ব ঘটেছে। তবুও গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর উপস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে, তারেক রহমানই আজ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই অভূতপূর্ব জনসমর্থন একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও কল্যাণমুখি রাষ্ট্রগঠনে জাতীয়তাবাদী শক্তিকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদের বিপরীতে স্বস্তিকা-সুদীপ্তা! Jan 28, 2026
img
এবার স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শিবপ্রসাদ? Jan 28, 2026
img
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন Jan 28, 2026
img
ধুমধাম করে ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান সারলেন ভারতী ও হর্ষ Jan 28, 2026
img
আমরা কি টেনিস খেলোয়াড় নাকি চিড়িয়াখানার প্রাণী: ইগা শিয়াটেক Jan 28, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি ইরান: আব্বাস আরাঘচি Jan 28, 2026
img
আবারও বিয়ে করছেন জেনিফার! Jan 28, 2026
img
বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি: সোবহানা মোস্তারি Jan 28, 2026
img
বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান কারাগারে Jan 28, 2026
img
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ দিন : সালাহউদ্দিন Jan 28, 2026
img
ভাষা হারালে পরিচয়ও হারায়: অপরাজিতা আঢ্য Jan 28, 2026
img
ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে : ফরিদা আখতার Jan 28, 2026
img
উত্তর আটলান্টিকে আটক ট্যাঙ্কারের ২ রুশ নাবিককে মুক্তি দিয়েছে ওয়াশিংটন Jan 28, 2026
img
যারা মায়েদের গায়ে হাত তুলেছ, ক্ষমা চাও : জামায়াত আমির Jan 28, 2026
img
মা শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপস না করতে: তারেক রহমান Jan 28, 2026
img
কার কথা ভেবে মনখারাপ অভিনেত্রী মানালির? Jan 28, 2026
img
চট্টগ্রামে গভীর গর্ত থেকে উদ্ধার শিশু মিসবাহ আর নেই Jan 28, 2026
img
প্রথমবার বিশ্বকাপে উঠে শৈশবে ফিরলেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা Jan 28, 2026
img
সারার সঙ্গে ঝামেলা মেটানোর জন্য কী শর্ত দিলেন ওরি? Jan 28, 2026
img
৩১ জানুয়ারি সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান Jan 28, 2026