পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না।ওইদিন এখন নাই যে, ধমক দিলে ভোট পাওয়া যায়। একটা ধমক দিলে ১০টা করে ভোট কমে যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, যে দুর্নীতি, ডামি কিংবা রাতের নির্বাচনের কারণে স্বৈরাচার তৈরি হয়েছে, সেই নির্বাচনের মেকানিজম করতে দিয়ে আমরা আরেকটা স্বৈরাচার হতে দিতে পারি না। যারা জোর খাটানো, পেশিশক্তির প্রদর্শন করার চেষ্টা করছে, তারা জানে না এটা ২৪-এর আগের বাংলাদেশ না। তারা জানে না যে, এইটা অভ্যুত্থান পরবর্তী সেই বাংলাদেশ। এদের বয়স কম হতে পারে, কিন্তু এরা ওই ছাত্র-জনতা, যারা হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন যদি কোনো একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনারের কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত।
সারজিস বলেন, আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। কোনো অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশিশক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটকেন্দ্রের ভেতরে অন্য কোনো উপায়ে নির্বাচনকে প্রভাবিত করবে, তাহলে নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নেবে জানি না, কিন্তু আমরা রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করব, ইনশাআল্লাহ।
এমআর/টিকে