বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি অতীতেও বারবার রাষ্ট্রক্ষমতায় ছিল। আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের প্রতি আমাদের যে আস্থা রয়েছে। সেই আস্থার ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করতে চাই।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর কোর্ট এলাকায় আইনজীবীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে। এ দেশে যেন কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মাদকসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না হয় এবং মানুষ যেন তার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে- এ ব্যাপারে আমরা খুবই সচেতন।
তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে আইনজীবীরা অনেক নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন। আজ তাদের সক্রিয় ভূমিকার কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ ও মুক্ত পরিবেশ পেয়েছি। অতীতে আইনজীবীরা যে ভূমিকা রেখেছেন, সে জন্য এ দেশের জনগণ তাদের শ্রদ্ধা করবে। আমরা বিশ্বাস করি, এ দেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এসময় জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেদ ভূইয়া, গোলাম কবির কামাল, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট. আবদুল মান্নান ভূইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ শিকদার, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কোর্ট এলাকায় গণসংযোগ করে ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এমআর/টিকে