টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নারী এককের সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে ৬-২ ও ৬-৩ সেটে হারিয়েছেন তিনি।
সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ তিনটি আসরেই ফাইনাল খেলেছেন। ২০২৩ ও ২০২৪ সালে শিরোপা জেতা এই বেলারুশিয়ান ২০২৫ সালে হেরে যান যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কীসের বিপক্ষে।
সভিতোলিনাকে হারিয়ে সাবালেঙ্কা ২৪ বছরের পুরনো রেকর্ডে নাম তুলেছেন। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠা তৃতীয় নারী তিনি। এই প্রতিযোগিতায় শেষ খেলোয়াড় হিসেবে টানা চতুর্থবার বা তার বেশি ফাইনাল খেলেছেন মার্টিনা হিগিন্স। ৬ বার ফাইনালে উঠা সাবেক সুইস তারকা সবশেষ শিরোপার জন্য লড়াই করেছেন ২০০২ সালে।
এবারের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রায়বাকিনা। সেমিফাইনালে রায়বাকিনা যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৫-৩ ও ৭-৬ (৯-৭) সেটে হারিয়েছেন। রায়বাকিনার এটা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় ফাইনাল, ২০২৩ সালে সাবালেঙ্কার কাছে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি। এবার হারবেন, না হারাবেন?
মেলবোর্নের রড লেভের অ্যারেনায় সাবালেঙ্কা ও রায়বাকিনার ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার দুপুর আড়াইটায়।
আরআই/টিকে