কলকাতার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিয়ে-বিতর্কে নতুন মোড় দেখা দিয়েছে। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়।
চেন্নাই থেকে ফিরে হিরণ কলকাতা হাই কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণের আগাম জামিন মামলার শুনানি আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ওই দিন শুনানির জন্য হিরণের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, হিরণ বর্তমানে একজন বিধায়ক। তাই মামলার দ্রুত শুনানি করার আর্জি জানান তিনি। জানা গেছে, বিচারপতি জয় সেনগুপ্ত মামলার জন্য শুনানির অনুমতি দিয়েছেন।
এর ফলে হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিনের তারিখ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে আরও মাত্র কয়েক দিন। আদালতের সিদ্ধান্ত প্রকাশের পরই বিষয়টি চূড়ান্ত রূপ নেবে।
এমকে/টিকে