পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর পৃথক অভিযানে ভারত সমর্থিত ‘ফিতনা আল খারেজি’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এই সময় মোট ৪১ সন্ত্রাসী নিহত হন।
আইএসপিআরের মুখপাত্র জানান, হার্নাই জেলায় প্রথম অভিযান পরিচালনা করা হয় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। নিরাপত্তাবাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানায় লক্ষ্য করে হামলা চালালে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয় এবং সেগুলো সেখানে ধ্বংস করা হয়।
একই দিনে পাঞ্জগুর জেলায় পৃথক অভিযান চালানো হয়, যেখানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তানের ১১ সন্ত্রাসী নিহত হন। অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয় এবং ধ্বংস করা হয়েছে। এছাড়া নিহতদের কাছ থেকে ব্যাংক লুটের অর্থ উদ্ধার করা হয়। আইএসপিআর জানিয়েছে, তারা এর আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আইকে/টিকে