তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকে অনেক চড়াই-উতরাই। সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা জানালেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার ঝুলি খুলেছেন তিনি।
পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করেন। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত।
জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন আর কে পর।’
দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। পডকাস্টে ফারিয়া জানান, সেই দর্শনে তিনি আজও অটল।
আইকে/টিকে