দীর্ঘদিনের জল্পনা ও অপেক্ষার পর অবশেষে পূর্ণগতিতে এগোচ্ছে নির্মাতা শঙ্করের স্বপ্নের প্রকল্প ভেলপারী। প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যের এক কিংবদন্তি কাহিনি অবলম্বনে নির্মিত হতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই ভারতজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা চূড়ান্ত হওয়ায় ছবির প্রস্তুতিপর্ব এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে।
ভেলপারীকে শঙ্করের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। অতীতে ইন্ডিয়ান, শিবাজি ও এনথিরান-এর মতো ছবির মাধ্যমে দর্শককে চমকে দেওয়া এই নির্মাতা এবার ইতিহাস ও আবেগে ভর করে এক বিশাল ক্যানভাসে গল্প বলতে চান। ছবিটির প্রযোজনায় যুক্ত হয়েছে পেন স্টুডিওজ, ফলে হিন্দি ও তামিল চলচ্চিত্র জগতের মধ্যে এক বড় মেলবন্ধনের ইঙ্গিত মিলছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অভিনয়শিল্পীদের সম্ভাব্য নাম। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিষয়ে রণবীর সিংয়ের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি শঙ্করের ঘনিষ্ঠ সহযোগী চিয়ান বিক্রমও এই ছবিতে ফের যুক্ত হতে পারেন বলে গুঞ্জন। যদি দুজনই চূড়ান্ত হন, তবে ভেলপারী হবে দুই নায়ককে কেন্দ্র করে নির্মিত এক বিশাল গল্প, যেখানে থাকবে ব্যাপক আবেগ, গৌরব ও দৃশ্যমান জাঁকজমক।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ভেলপারী শুধু আরেকটি ছবি নয়, বরং শঙ্করের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। বড় বাজেট, দেশজুড়ে মুক্তি এবং প্রযুক্তিনির্ভর নির্মাণশৈলীর কারণে এই ছবি প্যান ইন্ডিয়া দর্শকের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, ভেলপারী ভারতীয় সিনেমায় এক নতুন অধ্যায় যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।