মুম্বাই: বিগত কিছুদিনে সমাজমাধ্যম নিয়ে নিজের অবস্থান নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালে মা হওয়ার পর থেকে জীবনে এক ধাপ এগিয়ে গেছেন আলিয়া, এবং মেয়ের নিরাপত্তার কথা ভেবেই সমাজমাধ্যমে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
সূত্রের খবর, আলিয়া ইতিমধ্যেই মেয়ে রাহার সকল ছবি নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন। রাহাকে এখন ছবি ও ভিডিওর মাধ্যমে জনসাধারণের নজরে আনা হবে না নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা নিজেই। আলিয়া জানিয়েছেন, ‘‘আমি চাই শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে নিজের দর্শকের সঙ্গে সংযোগ রাখি। সমাজমাধ্যম থেকে দূরে থাকলে সেই সংযোগ ভেঙে যাবে, কিন্তু একই সঙ্গে প্রতিদিন মনে হয়, হয়তো বিদায় নেওয়া উচিত।’’
দিনকয়েক আগে সমাজমাধ্যমে ঝড় তুলেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ, যিনি ঘোষণা করেছিলেন যে তিনি সিনেমার গান আর গাইবেন না। এমনই সময়, তারকা থেকে সাধারণ মানুষ সবাই সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয়। এখন প্রশ্ন উঠেছে, আলিয়া কি তেমনই ধারা অবলম্বন করবেন?
আলিয়ার স্বামী, অভিনেতা রণবীর কপূর, নিজে সমাজমাধ্যমে সক্রিয় নন। তাই পরিবারের দিক থেকেও আলিয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ন।
বর্তমানে আলিয়ার হাতে দুটি ছবির কাজ রয়েছে। একটি ‘আল্ফা’, যেখানে তিনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ ও ববি দেওলকে। অন্যটি ‘লভ অ্যান্ড ওয়ার’, সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায়, যেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন রণবীর কপূর ও ভিকি কৌশল। শোনা যাচ্ছিল এই ছবির মুক্তি ২০২৬ সালে, তবে এখন সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে।
আলিয়া বলছেন, ‘‘মেয়ের জন্য আমি ইতিমধ্যেই বছরের একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি। এবার হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে—সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে, শুধু অভিনয় এবং পরিবারকে কেন্দ্র করে জীবন কাটানো।’’
এমকে/টিকে