হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ ‘বেক্সিমকো গ্রুপ’ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের। অনিয়ম, দুর্নীতি, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাবলী ভেঙে এই অর্থ হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণের অর্থ নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এমনকি কর ও শুল্ক ফাঁকি দিতে তারা নানা কৌশল অবলম্বন করেছে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে।

গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট - বিএফআইইউ এই গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির ব্যাপারে প্রমাণ পেয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে দুদক, সিআইডি এবং এনবিআর একযোগে অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে। এই তদন্তের তত্ত্বাবধানে কাজ করছে বিএফআইইউ।

বিএফআইইউ জানিয়েছে, সালমান এফ রহমান এর নেতৃত্বে পরিচালিত বেক্সিমকো গ্রুপ ব্যাংকিং নিয়মভঙ্গের মাধ্যমে একাধিক ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, যা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লেনদেনের মাধ্যমে হোথিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে আইএফআইসি ব্যাংক এর চেয়ারম্যান থাকাকালে, সালমান এফ রহমান ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি ব্যতিক্রমী উপায়ে টাকা আত্মসাৎ করেছে।

এমন পরিস্থিতিতে, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন ও বিধিমালা মেনে তদন্ত চলছে, এবং সব তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য তদন্ত দলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, আদালতে অভিযোগপত্র দাখিলের সময় তাদের সংস্থার অনুমোদন নিতে হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১৪ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে ১ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। ২২ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিদেশে টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

শেখ হাসিনা সরকারের পরিবারসহ মোট ১০টি বিতর্কিত শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যার মধ্যে বেক্সিমকো গ্রুপ অন্যতম। এসব গ্রুপের মালিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাদের লেনদেনের ওপর গভীরভাবে নজর রাখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত-এ তাদের সম্পদ নিয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে, একাধিক যৌথ তদন্ত দল এই অনিয়মের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছে, যাতে দেশের অর্থনীতি রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থ ফেরত আনা সম্ভব হয়।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা Nov 11, 2025
img
আইভীকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন দায়ের Nov 11, 2025
img
হাটহাজারীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Nov 11, 2025
img
মামুন হত্যার ঘটনায় পুরান ঢাকায় ২ শুটার পুলিশ হেফাজতে Nov 11, 2025
img
মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন Nov 11, 2025
img
তাসকিন-সাইফের সঙ্গে চুক্তি করল ঢাকা Nov 11, 2025
img
ঢাকার পথে সমিত সোম, নেপাল ম্যাচেই নামবেন মাঠে Nov 11, 2025
img
মেহেদী হাসান মিরাজের খেলায় মুগ্ধ আয়ারল্যান্ড কোচ Nov 11, 2025
img
দেশে প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে : রিজওয়ানা Nov 11, 2025
img
অস্ত্রধারী সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন সিএমপি কমিশনার Nov 11, 2025
img
ট্রেন থেকে পড়ে চট্টগ্রামে রেল কর্মকর্তা আহত Nov 11, 2025
img
নবাগতদের শ্রেয়া ঘোষালের গান শোনার পরামর্শ নোরা ফাতেহির Nov 11, 2025
img
শিশুর প্রাণরক্ষার অস্ত্রোপচার কখনো থেমে থাকবে না: সুরকার মিথুন Nov 11, 2025
img
ডাল, ভাত ও মাছের ঝোলেই শান্তি খুঁজে পান ঋত্বিক চক্রবর্তী Nov 11, 2025
img
‘নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না’- এই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মোস্তফা ফিরোজ Nov 11, 2025
img
শচীন দেববর্মনের সুর নিয়ে শ্রীকান্ত আচার্যের আবেগঘন স্মৃতিচারণ Nov 11, 2025
img
ভোজ্যতেল সরবরাহে ডিও ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা Nov 11, 2025
img
দেশে ফের সোনার দামে বড় লাফ Nov 11, 2025
img
দীর্ঘ বিরতির পর ক্রিসমাসে প্রিয়াঙ্কা ফিরছেন গায়িকা হিসেবে Nov 11, 2025
img
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১ দশমিক ১০ বিলিয়ন : কেন্দ্রীয় ব্যাংক Nov 11, 2025