গরমে বেড়েছে তরমুজ-ডাবের চাহিদা, দাম বাড়ার অভিযোগ

রোজা এবং অতিরিক্ত গরমের কারণে তরমুজ ও ডাবের চাহিদা গত কয়েক দিনে আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এসব ফলের  দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়, যারা পানি সমৃদ্ধ এই ফলগুলো সংগ্রহ করছেন। এরই মধ্যে বিক্রেতারা আগের তুলনায় বাড়তি দামে তরমুজ ও ডাব বিক্রি করছেন। যদিও বাজারে সরবরাহ বেড়েছে, তবে দাম বাড়ানোর প্রতি তাদের প্রবণতা লক্ষ্য করা গেছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর, বারিধারা ও বাড্ডা এলাকার বিভিন্ন ফলের দোকান ও তরমুজ-ডাবের ভাসমান দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোতে আগের তুলনায় তরমুজের সরবরাহ বেড়েছে। এক্ষেত্রে মাঝারি থেকে বড় আকারের তরমুজের পরিমাণই বেশি। তবে, সরবরাহ বাড়লেও বড় আকৃতির তরমুজ আগের মতো ৭০ টাকা কেজি দাম হাঁকছেন তারা। দামাদামি করলে ৬০-৬৫ টাকা কেজিতে তরমুজ পাওয়া যাচ্ছে। আর ছোট আকৃতির তরমুজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে ডাবের বাজার এরচেয়েও চড়া। দেখা গেছে, দোকানগুলোতে তিন ধরনের ডাব বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ছোট আকৃতির ডাব পিস ৮০-৯০ টাকা, মাঝারি আকৃতির ডাব ১০০-১৩০ টাকা এবং বড় আকৃতির ডাব ১৫০-১৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। যেখানে রোজার আগেও মাঝারি আকৃতির ডাব ১০০ টাকা এবং বড় আকৃতির ডাব ১২০-১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

ক্রেতাদের অভিযোগ, গরমের কারণে প্রয়োজনীয় ফল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। তাদের মতে, এই সময়ে বিক্রেতারা অনেক বেশি লাভের আশায় দাম বাড়িয়েছেন, যা ভোক্তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।

সোলাইমান নামের এক ক্রেতা বলেন, রমজান মাসে তরমুজ ও ডাবের চাহিদা বাড়া স্বাভাবিক প্রবণতা। তারপর আবার সাম্প্রতিক সময়ে গরমের কারণে চাহিদা আরও বেড়েছে। এই সুযোগে দামও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এই পরিস্থিতিতে প্রশাসনকে তৎপর হওয়া উচিত এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে সাধারণ মানুষের কাছে সহজলভ্য থাকে এবং কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ না নিতে পারে।

সাব্বির আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, তরমুজ ও ডাবের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বিক্রেতাদের একাংশের অতিরিক্ত মুনাফার প্রবণতাও বেড়েছে। তারা যে দাম চাইছেন সেটি অনেক বেশি, একচেটিয়াও। যে যার মতো করে দাম নিচ্ছেন। ভাসমান দোকানগুলোর চেয়ে ফলের দোকানগুলোতে দাম কিছুটা বেশি।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের শুরু থেকেই তরমুজ এবং ডাবের বিক্রি ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে পাইকারিভাবেই দাম অনেক বেড়েছে। যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে।

আব্দুল হান্নান নামের এক বিক্রেতা বলেন, তরমুজের এখনো পুরোপুরি সিজন শুরু হয়নি। সেজন্য দাম একটু বেশি। আর ডাবের চাহিদা এমনিতেই গরমের সিজনে বেশি থাকে। সেজন্য দামও বেশি। তরমুজের দাম সামনে কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডাবের দাম কমার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের Aug 27, 2025
img
সৌরভ বায়োপিকের জন্য রাজকুমারের কড়া প্রস্তুতি Aug 27, 2025
img
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৮ সদস্যের কমিটি গঠন করল সরকার Aug 27, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ Aug 27, 2025
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান Aug 27, 2025
নতুন নিয়মে একক ব্যবস্থায় বাস পরিচালনা শুরু Aug 27, 2025
শিক্ষার্থীদের গণতান্ত্রিক অভিজ্ঞতার নতুন পথ Aug 27, 2025
img
বাফুফে ও বিসিবি প্রাপ্য অর্থ না দেওয়ায় ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি এনএসসির Aug 27, 2025
img
৩০০৩ টাকায় ৩ মসজিদ-মন্দিরকে জায়গা দিল রেলওয়ে Aug 27, 2025
img
‘সাই পল্লবীকে চিনি না’, মন্তব্য শ্বেতার Aug 27, 2025
img
সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান বাড়ল আরও এক লাখ Aug 27, 2025
img
শুল্ক বৃদ্ধির কারণে ভারতীয় পোশাক ও টেক্সটাইল শিল্প হুমকিতে Aug 27, 2025
img
নির্বাচন রোডম্যাপ প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো ইসি Aug 27, 2025
img
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ কবে জানালো ইসি Aug 27, 2025
img
দাম্পত্য-ভালোবাসা ও বন্ধুত্বের ৪০ বছর, অনুপমকে কিরণের খোলা চিঠি Aug 27, 2025
img
দাবি-দাওয়া লিখে মন্ত্রণালয়ে জমা দিলে সমাধান হয়ে যাবে : সিনিয়র সচিব Aug 27, 2025
img
সিরিজ খেলতে ঢাকা হয়ে সিলেটে নেদারল্যান্ডস দল Aug 27, 2025
img
২ ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা Aug 27, 2025
img
কেন শাহরুখ-আরিয়ানের কাছে ক্ষমা চাইলেন ফারাহ? Aug 27, 2025
img
গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল Aug 27, 2025