গরমে বেড়েছে তরমুজ-ডাবের চাহিদা, দাম বাড়ার অভিযোগ

রোজা এবং অতিরিক্ত গরমের কারণে তরমুজ ও ডাবের চাহিদা গত কয়েক দিনে আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এসব ফলের  দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়, যারা পানি সমৃদ্ধ এই ফলগুলো সংগ্রহ করছেন। এরই মধ্যে বিক্রেতারা আগের তুলনায় বাড়তি দামে তরমুজ ও ডাব বিক্রি করছেন। যদিও বাজারে সরবরাহ বেড়েছে, তবে দাম বাড়ানোর প্রতি তাদের প্রবণতা লক্ষ্য করা গেছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর, বারিধারা ও বাড্ডা এলাকার বিভিন্ন ফলের দোকান ও তরমুজ-ডাবের ভাসমান দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোতে আগের তুলনায় তরমুজের সরবরাহ বেড়েছে। এক্ষেত্রে মাঝারি থেকে বড় আকারের তরমুজের পরিমাণই বেশি। তবে, সরবরাহ বাড়লেও বড় আকৃতির তরমুজ আগের মতো ৭০ টাকা কেজি দাম হাঁকছেন তারা। দামাদামি করলে ৬০-৬৫ টাকা কেজিতে তরমুজ পাওয়া যাচ্ছে। আর ছোট আকৃতির তরমুজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে ডাবের বাজার এরচেয়েও চড়া। দেখা গেছে, দোকানগুলোতে তিন ধরনের ডাব বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ছোট আকৃতির ডাব পিস ৮০-৯০ টাকা, মাঝারি আকৃতির ডাব ১০০-১৩০ টাকা এবং বড় আকৃতির ডাব ১৫০-১৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। যেখানে রোজার আগেও মাঝারি আকৃতির ডাব ১০০ টাকা এবং বড় আকৃতির ডাব ১২০-১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

ক্রেতাদের অভিযোগ, গরমের কারণে প্রয়োজনীয় ফল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। তাদের মতে, এই সময়ে বিক্রেতারা অনেক বেশি লাভের আশায় দাম বাড়িয়েছেন, যা ভোক্তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।

সোলাইমান নামের এক ক্রেতা বলেন, রমজান মাসে তরমুজ ও ডাবের চাহিদা বাড়া স্বাভাবিক প্রবণতা। তারপর আবার সাম্প্রতিক সময়ে গরমের কারণে চাহিদা আরও বেড়েছে। এই সুযোগে দামও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এই পরিস্থিতিতে প্রশাসনকে তৎপর হওয়া উচিত এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে সাধারণ মানুষের কাছে সহজলভ্য থাকে এবং কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ না নিতে পারে।

সাব্বির আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, তরমুজ ও ডাবের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বিক্রেতাদের একাংশের অতিরিক্ত মুনাফার প্রবণতাও বেড়েছে। তারা যে দাম চাইছেন সেটি অনেক বেশি, একচেটিয়াও। যে যার মতো করে দাম নিচ্ছেন। ভাসমান দোকানগুলোর চেয়ে ফলের দোকানগুলোতে দাম কিছুটা বেশি।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের শুরু থেকেই তরমুজ এবং ডাবের বিক্রি ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে পাইকারিভাবেই দাম অনেক বেড়েছে। যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে।

আব্দুল হান্নান নামের এক বিক্রেতা বলেন, তরমুজের এখনো পুরোপুরি সিজন শুরু হয়নি। সেজন্য দাম একটু বেশি। আর ডাবের চাহিদা এমনিতেই গরমের সিজনে বেশি থাকে। সেজন্য দামও বেশি। তরমুজের দাম সামনে কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডাবের দাম কমার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
অনশন ভাঙতে কেন ডাবের পানি খাওয়ানো হয়? Nov 10, 2025
img
শাকিব খানের ‘প্রিন্স’-এ দেখা যাবে বলিউডের জ্যাকি শ্রফকে Nov 10, 2025
img
জাদুঘরের সামনে রাতভর অবস্থানে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা Nov 10, 2025
img
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু Nov 10, 2025
img
ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল Nov 10, 2025
img
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল Nov 10, 2025
img
আসিফের সমালোচনা ফুটবলাঙ্গনে, প্রশ্ন ‘সুস্থতা’ ও ‘ভদ্রতা’ নিয়ে Nov 10, 2025
img
হঠাৎ মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল Nov 10, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক Nov 10, 2025
img
যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না : ফজলুর রহামন Nov 10, 2025
img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025