ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ৩১০০ ডলার ছাড়ালো

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩ হাজার ১০০ মার্কিন ডলারের ওপর উঠেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

এতে আরও বলা হয়, এ বছর স্বর্ণের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, এটি হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে বাড়তি উদ্বেগের প্রতিফলন।

ওসিবিসির বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং শুল্কের অনিশ্চয়তার প্রেক্ষাপটে স্বর্ণের নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে আবেদন আরও শক্তিশালী হয়েছে। চলমান বৈশ্বিক বাণিজ্য সংঘাত এবং অনিশ্চয়তার মধ্যে সোনার ভবিষ্যৎ সম্পর্কে আমরা ইতিবাচক রয়েছি।

গোল্ডম্যান স্যাশ, ব্যাংক অব আমেরিকা এবং ইউবিএস এ মাসে স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, স্বর্ণের দাম বছরের শেষ নাগাদ ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাবে। তাদের আগের পূর্বাভাসে এর পরিমাণ ৩ হাজার ১০০ ডলার বলা হয়েছিল।

এছাড়া, ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে স্বর্ণের দাম ৩ হাজার ৬৩ ডলার প্রতি আউন্স এবং ২০২৬ সালে ৩ হাজার ৩৫০ ডলারে পৌঁছানোর আশা করছে, যা তাদের আগের পূর্বাভাসে যথাক্রমে ২ হাজার ৭৫০ ডলার এবং ২ হাজার ৬২৫ ডলার ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের শিল্পকে রক্ষা এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নতুন শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এর মধ্যে মধ্যে আমদানি করা গাড়ি এবং অটো যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক এবং চীন থেকে সব ধরনের আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আগামী ২ এপ্রিল নতুন পারস্পরিক শুল্ক ঘোষণা করার ইচ্ছা পোষণ করেছেন।

মেরেক্সের পরামর্শক এডওয়ার্ড মেইর বলেন, শুল্কের বিষয়গুলো স্বর্ণের দামকে আরও বাড়াতে থাকবে, যতক্ষণ না টিট-ফর-ট্যাট অভিযানের কোনও সমাপ্তি আসে। সূত্র: রয়টার্স

Share this news on:

সর্বশেষ

img
সৌদি আরবসহ ৮টি দেশের সাথে জোট গঠন করবে ইরান! Apr 30, 2025
img
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম Apr 30, 2025
img
এস আলমের স্টিল ও ব্যাগ উৎপাদন কারখানা নিলামে Apr 30, 2025
img
ভারতীয় কর্মকর্তাদের ‘হানি ট্র্যাপে’ ফেলতে বছরে ৩৫০০ কোটি খরচ করে পাকিস্তান! Apr 30, 2025
img
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কারামুক্ত হবেন ইমরান খান? Apr 30, 2025
img
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা Apr 30, 2025
img
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলবে আমেরিকা Apr 30, 2025
img
কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান Apr 30, 2025
img
সাউথের দর্শক নিয়ে বেফাঁস মন্তব্য সালমানের, প্রতিবাদ জানালেন নানি Apr 30, 2025
img
উপস্থাপক মোশাররফ করিম Apr 30, 2025