বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৫০ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৫৭৪ ডলার মূল্যের।

বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরই মার্কিন অটেক্সা জানালো, চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ ৫ দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের। এরপরই রয়েছে ভারত। তবে, ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের হিসাবে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশটি।




দীর্ঘদিন উচ্চ মূল্যস্ফীতির চাপ সয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের প্রথম দুই মাসে ১ হাজার ৩৫৫ কোটি ১ লাখ ৮৯ হাজার ৩১০ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে দেশটি। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১.২১ শতাংশ বেশি।



এই ধারায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। মার্কিন বাণিজ্য দপ্তর অটেক্সার তথ্য, গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি হয়েছে ১৫০ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৫৭৪ ডলার মূল্যের। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৬.৬৪ শতাংশ বেশি। তবে, বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে।



প্রবৃদ্ধির হিসাবে এরপরের অবস্থানে রয়েছে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভারত। গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে যুক্তরাষ্ট্রে ভারত রপ্তানি করেছে ৯৫ কোটি ৫৫ লাখ ১ হাজার ৭১০ ডলার মূল্যের তৈরি পোশাক। বছর ব্যবধানে গেল জানুয়ারি-ফেব্রুয়ারিতে মার্কিন বাজারে ভারতীয় পোশাকের রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ। তবে এক বছরের হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি প্রবৃদ্ধি, ১২ দশমিক ৩৫ শতাংশ হয়েছে ভারতের। বাজার হিস্যায় দেশটির অবস্থান বাংলাদেশের পর।



ভারতের পরেই প্রবৃদ্ধিতে এগিয়ে মার্কিন পোশাকের বাজারে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা এশিয়ার আরেক দেশ ভিয়েতনাম। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ২৬২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ২৫৪ টাকার তৈরি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ বেশি। ১৯ দশমিক ৩৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে মার্কিন বাজার দখলে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।



প্রবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে রয়েছে চীন। অন্যান্য দেশের তুলনায় গেল এক বছরে দেশটির প্রবৃদ্ধি বেশ কম। তবে ২০ দশমিক ৪৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় শীর্ষ দেশটি।



এদিকে, শীর্ষ ৫ দেশের মধ্যে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে মার্কিন বাজারে ইন্দোনেশিয়ার তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৮ দশমিক ২৭ শতাংশ। ৫ দশমিক ৭৬ শতাংশ হিস্যা নিয়ে বাজার দখলের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি।

 
এফপি/এসএন
 

Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা Apr 30, 2025
img
অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই : ক্ষুব্ধ বিএনপি Apr 30, 2025
img
৫৪ জনকে জাহান্নামে পাঠিয়েছি, জানালো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী! Apr 30, 2025
img
গাজায় খাদ্য সংকট তীব্র হওয়ার আশঙ্কা! Apr 30, 2025
img
মানিকগঞ্জে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা Apr 30, 2025
img
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ Apr 30, 2025
img
সৌদি আরবসহ ৮টি দেশের সাথে জোট গঠন করবে ইরান! Apr 30, 2025
img
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম Apr 30, 2025
img
এস আলমের স্টিল ও ব্যাগ উৎপাদন কারখানা নিলামে Apr 30, 2025
img
ভারতীয় কর্মকর্তাদের ‘হানি ট্র্যাপে’ ফেলতে বছরে ৩৫০০ কোটি খরচ করে পাকিস্তান! Apr 30, 2025