প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘আমার বস’ ছবিতে এই জুটির রোমান্স কেমন হবে, তার এক ঝলক মিলেছে সম্প্রতি প্রকাশিত ‘মালাচন্দন’ গানে। গানের দৃশ্যে দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি ইতোমধ্যেই দর্শকদের মন কেড়েছে।
গানটি গেয়েছেন অনুপম রায়। লেখা ও সুর তাঁরই। তাঁদের পরের কাজের গান ইতিমধ্যে জনপ্রিয় হওয়ার প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন ‘এই গানটা আমাদের খুব কাছের। শ্রাবন্তীর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে— ওর অভিনয়ে যে উষ্ণতা আর সততা ছিল, সেটা প্রতিটা ফ্রেমেই ধরা পড়বে বলে আমার বিশ্বাস।’
আর কাজ নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছেন, ‘নন্দিতাদি (রায়) আর শিবুদার সঙ্গে কাজ করাটা সত্যিই একটা স্বপ্নপূরণের মতো। আর এই প্রজেক্টটা আমার কাছে খুব স্পেশাল। গানটা ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে। যা এতো মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।’
আরএ