হিলি দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেসরকারিভাবে শুল্কমুক্ত সুবিধায় দেশে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে বুধবার (১৬ এপ্রিল) দেশে চাল আমদানি হয়নি। তবে বর্তমানে পূর্বের নিয়ম অনুযায়ি ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে। এ অবস্থায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালে ২ থেকে ৫ টাকা করে দাম বেড়েছে।

বন্দরের চাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, দেশে চালের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার গত বছরের ১১ নভেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়। এর ফলে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে আসছিলেন। প্রতিদিন গড়ে ১২০টি ট্রাকে ভারত থেকে চাল আমদানি করা হয়। শুল্কমুক্ত সুবিধাটি মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিল চাল আমদানি করার শেষ সময়। ফলে বুধবার থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে।

বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা আরও জানান, এখন ৬২ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করলে লোকসানের মুখে পড়তে হবে। কারণ দেশে কিছুদিনের মধ্যে বোরো ধান উঠতে শুরু করবে। তাই কৃষকের ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার পূর্বের ৬২ শতাংশ শুল্ক চাল আমদানিতে বলবত রেখেছে। একারণে ভারত থেকে চাল আমদানি সম্ভব হচ্ছে না। তবে বাজারে যদি দাম বেড়ে যায় তাহলে আমদানি করা যাবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বর্তমানে যদি কোনো ব্যবসায়ী ভারত থেকে চাল আমদানি করতে চান তাহলে তাকে ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করতে হবে। এতদিন শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করেছেন। বুধবার থেকে শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে গেছে। এ কারণে বুধবার ভারত থেকে হিলি বন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি।

বন্দরের পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, স্বর্ণা ৫ জাতের চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৪ টাকা, সম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭০ টাকায়, রত্না জাতের চাল ২ টাকা বেড়ে ৫৫ টাকায়, মিনিকেট ৫ টাকা বেড়ে ৭৪ টাকা, গুটি জাতের চাল ৪ টাকা বেড়ে ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ দিকে হিলি স্থল শুল্ক স্টেশনের দেওয়া তথ্যমতে, গত বছরের ১১ নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৫ হাজার ২৭৫টি ভারতীয় ট্রাকে ২ লাখ ২২ হাজার ৮৯০ হাজার মেট্রিকটন নন-বাসমতি (সেদ্ধ) চাল এবং ১০২৩টি ট্রাকে ৪০ হাজার ৫০০ মেট্রিকটন নন-বাসমতি (আতপ) শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করা হয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
মোহাম্মদপুর থানার ওসির বদলিতে থানার সামনে স্থানীয়দের মিষ্টি বিতরণ Aug 25, 2025
সাকিব-সিয়ামের দুটি বিস্ফোরণ: দেশপ্রেম বনাম ভয়াবহতা! Aug 25, 2025
“চুরি ছাড়া সরকার চলতে পারে না”—শবনম ফারিয়ার বিস্ফোরক বক্তব্য ভাইরাল Aug 25, 2025
ছাত্র রাজনীতির নতুন মুখ–পুরনো প্রশ্ন: শিক্ষার্থীরা কী চাইছেন? Aug 25, 2025
খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী Aug 25, 2025
যেভাবে গ্রেফতার করা হয় তাওহীদ আফ্রিদিকে Aug 25, 2025
নেতাদের ধৈর্য ধরে থাকার পরামর্শ আমিনুল হকের Aug 25, 2025
জাতীয় রাজনীতিতে ডাকসুর ভূমিকা ও প্রভাব কতটা? Aug 25, 2025
img
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রদর্শনে গোপনীয়তা কার্যকর Aug 25, 2025
img
রাজনীতি ও সমাজকল্যাণের জন্য জামায়াত আমিরের প্রশংসা করলেন ইসহাক দার Aug 25, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 25, 2025
মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার Aug 25, 2025
'উপদেষ্টাদের নির্বাচন করতে দেবো না' Aug 25, 2025
বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ Aug 25, 2025
img
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার রূপরেখা ঘোষণা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী Aug 25, 2025
একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি ইসহাক দারের Aug 25, 2025
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির বিরুদ্ধে ভারত-চীন একসাথে, বন্ধুত্ব নাকি কৌশলগত হিসাব? Aug 25, 2025
img
তিন দফা দাবিতে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল Aug 25, 2025
img
আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন Aug 25, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির Aug 25, 2025