গুজরাটে গভীর রাতে অভিযান, ১০২৪ বাংলাভাষী আটক: ভারতের দাবি

আন্তর্জাতিক
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৬ ২২:৫১:৫৭
ছবি: সংগৃহীত
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতের গুজরাটে অভিযান শুরু করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৩টা থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ২৪ জনকে আটক করা হয়েছে, যাদের সবাই বাংলাভাষী। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, তারা সবাই বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিল। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে আহমেদাবাদ থেকে ৮৯০ জন ও সুরাট থেকে ১৩৪ জনকে আটক করা হয়েছে। এই ব্যক্তিরা বেআইনিভাবে গুজরাটে বসবাস করছিল।

গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই পদক্ষেপকে গুজরাট পুলিশের ‘ঐতিহাসিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বেআইনিভাবে বসবাসকারীদের পুলিশ ‘রক্তচক্ষু’ দেখিয়েছে।

পুলিশ কর্মকর্তারাও এই অভিযানকে ‘বেআইনি অভিবাসী ও অবৈধ দখলদারদের ওপর ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক’ হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হলো। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও গুজরাটে আটক ব্যক্তিদের সবাই ‘বাংলাদেশি নাগরিক’ বলে দাবি করেছে গুজরাট সরকার। কিন্তু তাদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি।

আহমেদাবাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ ভোররাত ৩টা থেকে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ, এসওজি, ইওডব্লিউ, জোন-৬ ও পুলিশ সদর দপ্তরের দলগুলো মিলে আহমেদাবাদে বেআইনিভাবে বসবাসকারী অভিবাসীদের ধরতে চিরুনি অভিযান চালায়। এই অভিযানে ৪০০ জনের বেশি সন্দেহভাজন অভিবাসীকে আটক করা হয়েছে। তবে দুপুরের মধ্যে এই সংখ্যা বেড়ে ৮৯০ জনে দাঁড়ায়।

আটক ব্যক্তিদের প্রথমে কঙ্করিয়া ফুটবল মাঠে রাখা হয়েছিল, পরে ক্রাইম ব্রাঞ্চের গায়কোয়াড় হাভেলি সদর দপ্তরে নেওয়া হয়। এই দীর্ঘ যাত্রার ড্রোন ভিডিও পুলিশ প্রচার করেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংভি বলেন, গুজরাট পুলিশ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ জন অবৈধ বাংলাদেশিকে এবং সুরাট পুলিশ ১৩৪ জনকে আটক করেছে। এটি গুজরাট পুলিশের এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান।

সাংভি বলেন, এই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ হয়ে বেআইনিভাবে জাল কাগজপত্র তৈরি করে ভারতে প্রবেশ করে এবং গুজরাটসহ অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। তাদের অনেকে মাদক চক্র, মানব পাচারের মতো অপরাধে জড়িত। এ সময় তিনি অভিযোগ করেন, তথাকথিত ‘বাংলাদেশিদের’ অনেকে আল-কায়েদার মতো সংগঠনের সঙ্গে যুক্ত। তবে এ বিষয়েও গুজরাটের এই মন্ত্রী কোনো তথ্য-প্রমাণ ছাড়াই অভিযোগ করেছেন।

সাংভি অন্যান্য অবৈধ অভিবাসীকেও স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘এসব বাংলাদেশির অতীত কার্যকলাপের তদন্ত চলছে। আমি তাদের একটি স্পষ্ট বার্তা দিতে চাই, হয় আপনারা আগামী দুদিনের মধ্যে নিজে থানায় গিয়ে অবৈধ বাংলাদেশি হিসেবে আত্মসমর্পণ করুন, না হলে গুজরাট পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। এই নির্দেশ গুজরাটের সব প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে।’

বেআইনিভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের আশ্রয়দাতাদের হুঁশিয়ারি দিয়ে সাংভি বলেন, ‘একজন অনুপ্রবেশকারীকেও যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তাদের অবস্থাও খারাপ করে দেওয়া হবে। যারা তাদের আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, বেআইনি ‘বাংলাদেশি অভিবাসীদের’ জন্য যারা জাল কাগজপত্র তৈরি করছে, তাদের বিরুদ্ধেও পুলিশ তদন্ত করবে।

ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠানোর জাতীয় আদেশের পর সাংভি বলেন, জাতীয় স্বার্থে এটি বাস্তবায়ন করা রাজ্যের দায়িত্ব। এই দায়িত্বের অধীনে গুজরাট সরকার ভারত সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কাজটি সম্পন্ন করবে।

আরএ/এসএন

সর্বশেষ


আন্তর্জাতিক এর আরও সংবাদ

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

ভয়ংকর মিসাইলসহ সর্বশক্তি নিয়ে পাকিস্তানের পাশে চীন!

দক্ষিণ চীন সাগরে চর দখল করলো বেইজিং

পহেলগাম কাণ্ডে ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিল চীন

উত্তেজনার মধ্যে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করল ভারত

স্পেন-পর্তুগাল-ফ্রান্সে মহা বিদ্যুৎ বিপর্যয়

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

পাকিস্তান বাতিল করল যুদ্ধবিরতি চুক্তি, এলওসিতে চলছে তীব্র গোলাগুলি

পাক-আফগান সীমান্তে আবারও সংঘর্ষ, নিহত ৭১

ইয়েমেনের মার্কিন বিমান হামলা, এক রাতে নিহত ৬৮

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘কূটনৈতিক সাফল্য’ পাকিস্তানের

সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন

ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us