গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরহর আব্দুল মজিদ মহিলা বালিকা দাখিল মাদ্রাসার দুই সহকারী শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষকরা হলেন- ছালমা খাতুন এবং তাহমিনা আক্তার।
সোমবার (২৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ থেকে পাঠানো সুপারিশপত্র ও সনদ জাল প্রমাণিত হওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী এই দুই শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কেন এই দুই শিক্ষকের এমপিও স্থায়ীভাবে কর্তন করা হবে না, সে বিষয়ে আগামী ৪ মে (রোববার) এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসাটির সুপার এবং অভিযুক্ত দুই শিক্ষককেও অনুলিপি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করার জন্য জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দায়িত্ব পালন করে থাকে। সংস্থাটির নিজস্ব পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের একটি মেধাতালিকা তৈরি করা হয় এবং এই তালিকার ভিত্তিতেই বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাল সনদ ও ভুয়া সুপারিশপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনেকে চাকরি করছেন এমন অভিযোগ উঠেছে। যা নিয়ে দফায় দফায় বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এফপি/টিএ