ছবি: সংগৃহীত
ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করার দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশে ঢাকায় বিএনএমসি ভবনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইন্টার্ন নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) সকালে পাবনার সকল ইন্টার্ন নার্স ও নার্সিং শিক্ষার্থীদের উদ্যোগে পাবনা জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে সমাবেশে মালিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা ঢাকায় বিএনএমসি ভবনে বিক্ষোভ কর্মসূচীতে নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করা ও রেজিস্টারের পদত্যাগের দাবিও জানান তারা।
এফপি/টিএ