ফরিদপুরে নিখোঁজের দুদিন পর মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুদিন পর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা মাদরাসা শিক্ষক শেখ আল কালাম আজাদের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার জাহারপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিলের মধ্যে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।  

তানভীর আহমেদ শিমুল জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন তার বাবা। এ ঘটনায় সোমবার মধুখালী থানায় একটি জিডি করেন তিনি। 

পুলিশ সূত্র জানায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮) নামে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের সন্তান তানভীর আহমেদ শিমুল দাবি করেন, তার পিতাকে একটি মোটরসাইকেলে করে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়। 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ওসি বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো আশা করছি।

আরএম টিএ       

Share this news on:

সর্বশেষ