নেহার কান্না নাকি কৌশল?

মার্চ মাসে মেলবোর্নে অনুষ্ঠিত একটি কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কেঁদে ফেলেছিলেন গায়িকা নেহা কক্কার। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। দর্শকদের কাছে তিনি তখন দুঃখ প্রকাশ করেছিলেন। যদিও পরে গায়িকা পুরো ঘটনার জন্য আয়োজকদের ‘অপেশাদারিত্ব’কে দায়ী করেন এবং জানান, তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই অনুষ্ঠানটি করেছিলেন।

তবে নতুন করে সেই কনসার্ট ঘিরে বিতর্ক সামনে এসেছে। এবার অস্ট্রেলিয়ার দুই ইভেন্ট আয়োজক দাবি করেছেন, অনুষ্ঠান শুরুর আগে নেহা কক্কার ‘ডিভা’সুলভ আচরণ করেছেন এবং মাত্র ৭০০ দর্শকের জন্য গান গাইতে অস্বীকৃতি জানান। এই কারণেই নাকি শো শুরু হতে তিন ঘণ্টা দেরি হয়।

অস্ট্রেলিয়ান র‍্যাপার ও ইভেন্ট হোস্ট পেস ডি এবং বিক্রম শিং রন্ধাওয়া সম্প্রতি ইউটিউবার সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, নেহাকে আমন্ত্রণ জানিয়েছিল ‘বিট প্রোডাকশন’ নামের মেলবোর্নভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিষয়টি জানতে তারা যোগাযোগ করেন মূল আয়োজকদের সঙ্গে।

পেস ডি বলেন, “নেহা কক্কারকে মেলবোর্নে এনেছিল বিট প্রোডাকশন। এখন যখন দুই পক্ষই নিজের কথা বলেছে, তখন আমরা কেন চুপ থাকব? আমরা সেখানে ছিলাম এবং সবকিছু দেখেছি। আমি প্রীত পাবলা ভাইয়ের সঙ্গে কথা বলেছি, যিনি আয়োজক ছিলেন। উনি খুবই ভালো এবং সৎ মানুষ। তিনি আমাকে বলেন, ‘নেহা সময়মতো পৌঁছাননি এবং একাধিকবার দেরি করেছেন। উনি এও বলেন, নেহা বারবার বলছিলেন, ‘আমি এখন যাব না’, ‘আমি করব না।’”

নেহা কক্কার আগে জানিয়েছিলেন, কনসার্টে কোনো পারিশ্রমিক নেননি এবং আয়োজকরাই থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি আয়োজকদের দিকেই আঙুল তুলেছিলেন পেশাদারিত্বের অভাবের অভিযোগ এনে।

এই নতুন দাবির পর নেহার সেই সময়কার আবেগি বক্তব্য এবং কনসার্টে ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই ইস্যু ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

বর্তমানে এই বিতর্ক নেহা কক্কারের আন্তর্জাতিক পারফর্মিং ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান-ভারতের পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, যুক্তরাষ্ট্রের গবেষণা Apr 30, 2025
img
‘গরিব’ কটাক্ষের প্রতিবাদে মুখ খুললেন চারু, জানালেন নিজের অবস্থান Apr 30, 2025
img
এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট Apr 30, 2025
img
আইপিএলের রোবট কুকুরের জন্য মামলা খেলো বিসিসিআই Apr 30, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোলপোস্টে থাকছেন স্ট্যান্সনি, লা লিগায় ফিরতে পারেন টের স্টেগেন Apr 30, 2025
img
যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি: মৌনী রায় Apr 30, 2025
img
প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে সতর্কবার্তা তিতাসের Apr 30, 2025
img
পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে Apr 30, 2025
img
হাসিনা ও আ. লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না: সারজিস Apr 30, 2025
img
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ Apr 30, 2025