পুরনো শ্রমিকদের বুকে জড়িয়ে বিদায় জানালেন মালয়েশিয়ান মালিক

দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করার পর অবশেষে দেশে ফিরছেন মালয়েশিয়ার এক বাগানের একদল বাংলাদেশি কর্মী। বিদায় বেলায় তাদের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান জানালেন তাদের মালিক।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানাতে সস্ত্রীক উপস্থিত ছিলেন নিয়োগকর্তা এন মুস্তাফা কামাল।

প্রায় দেড় যুগ আগে মুস্তাফা কামালের বাগানে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যান এই বাংলাদেশি কর্মীরা।

দীর্ঘ ১৮ বছর ধরে তারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বাগানের পরিচর্যা করেছেন। তাদের কর্মদক্ষতা ও সততায় মুগ্ধ ছিলেন মালিক। অবশেষে তাদের দেশে ফেরার সময় ঘনিয়ে আসে।

২৯ এপ্রিল কর্মীরা যখন দেশের পথে রওনা হচ্ছিলেন, তখন তাদের বিদায় জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে ছুটে যান মুস্তাফা কামাল। বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মালিক শেষবারের মতো একে একে তার দীর্ঘদিনের সহকর্মীদের বুকে জড়িয়ে ধরেন। এই বিরল দৃশ্য বিমানবন্দরের অন্যান্য যাত্রীদেরও দৃষ্টি আকর্ষণ করে। কর্মীদের বিদায় জানানোর সেই মুহূর্তের একটি ভিডিও মুস্তাফা কামাল নিজেই সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন- দীর্ঘ ১৮ বছর ধরে একদল বাংলাদেশি কর্মী আমার বাগানটিকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে পরিচর্যা করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া বাগানটি আজকের এই অবস্থানে আসতে পারত না। আজ তাদের বিদায় জানানোর পালা, তারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তাদের এই দীর্ঘদিনের সব সেবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা তাদের অবদান কখনই ভুলব না।

ভিডিওটি পোস্ট করার অল্প সময়ের মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মালিকের এ আন্তরিকতার যেমন প্রশংসা করছেন, তেমনই দীর্ঘ ১৮ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা বাংলাদেশি কর্মীদেরও ভূয়সী প্রশংসা করছেন। এ ঘটনা মালিক ও শ্রমিকদের মধ্যে সুন্দর ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পহেলগাঁও হামলার বিচারিক তদন্তের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট May 02, 2025
img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025
img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025