অভিনেতা সিদ্দিক অর্থ ও ক্ষমতালোভী: জীবন

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
বৃহস্পতিবার (১ মে) ফেসবুকে আইডিতে স্ট্যাটাস দেন তিনি। 

শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেন, ‘সব পরিবর্তন ভালো না! কিছু কিছু পরিবর্তন মানুষকে ধ্বংস করে দেয়। ধরেন, যদি সিদ্দিকের কথাই বলি, অভিনেতা সিদ্দিকুর রহমান। আমার সঙ্গে অভিনেতা হওয়ার আগে থেকেই পরিচয় ছিল। আমার ডিরেকশনে কাজও হলো বেশ কটা। তার মধ্যে ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ অন্যতম। ওই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সিদ্দিক এক সময়, কমেডি আর এক ধরনের ভাড়ামির মিশেলে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল। তার এই জনপ্রিয়তাই এক সময় কাল হয়ে দাঁড়ালো। সে আরও লোভী হয়ে উঠল। তার অনেক টাকা, পাওয়ার লাগবে। সে রাজনিতীর মতো সহজ পেশায় নিজেকে নিয়োগ করল। এর পরের ঘটনা আমাদের সবারই মোটামুটি জানা।’

অভিনেতা বলেন, ‘দিন কয়েক আগে সিদ্দিককে গণধোলাই দিয়ে থানা হাজতে দিয়েছে একদল মানুষ/ উত্তেজিত জনতা/ তাদের নাম মুখে নিব না! ভিডিও ছড়িয়ে পড়ল স্যোশাল মিডিয়ায়। সিদ্দিক মার খাচ্ছে। ও মাগো বলে, চিৎকার করছে। তার মুখে রক্তের দাগ, গায়ে কোনো জামা- কাপড় নেই।’

জীবন বলেন, ‘আহা সিদ্দিক! এই সিদ্দিক তো আমার চেনা জানা সিদ্দিক না, এই সিদ্দিক তো অভিনেতা সিদ্দিক না! এই সিদ্দিক তো তার অভিনয় দিয়ে লাখ মানুষের মন ভালো করে দেওয়া সেই সিদ্দিক না! তাহলে এই সিদ্দিক কোন সিদ্দিক!!!’
সিদ্দিকের একটা ছেলে আছে স্ট্যাটাসে উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমার ছেলে ঋদ্ধের বয়সি। ওকি বাবার এই মার খাওয়ার দৃশ্য দেখেছে!? যদি দেখে থাকে তাহলে কেমন লাগছে!!!’

অভিনেতা বলেন, ‘আমি সিদ্দিককে শুধু শিল্পী হিসেবে বিবেচনা করছি। আমিও একজন শিল্পী। শিল্পী হিসেবে আমার মন খারাপ লাগছে। সিদ্দিক, সব পরিবর্তন ভালো না! শিল্পীদের রাজনৈতিক ফিলসোফি থাকা দরকার আছে। তবে এই রকম ফিলসোফি না। শিল্পীদের জন্য তো আরও না!!!’

উল্লেখ্য, ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সিদ্দিককে পিটুনির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়।

ভিডিও’র শেষে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে জনতা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025
img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025
img
নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন May 02, 2025
img
পাহাড়ে পড়ে ছিল অসুস্থ হাতি, চিকিৎসা দিলো বন বিভাগ May 02, 2025
img
আ.লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম May 02, 2025
img
শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা May 02, 2025