সিদ্দিকের প্রশ্নে রেগে গেলেন সাবেক স্ত্রী মারিয়া মিম

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। পরে সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে, সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সামাজিক মাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন। নিয়মিত পোস্ট করছেন।

কিন্তু নেটিজেনরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে। কিন্তু মিম নিরুত্তর থেকেছেন।

তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারলেন না।

দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফূর্তি মুডে শিশা খেয়ে খেয়ে ধোঁয়া ছাড়ছেন। ঐ পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘সিদ্দিক জেলে তুমি কি খুশি?’ এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, ‘বাঙালিরা আসলেই কাঙালি, এক বা নিয়ে পড়ে থাকে এইজন্য তারা সবসময় ফকিন্নি।’

এরপরের উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মারিয়া মিম।

নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার শুরু করেন।

এক প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, ‘তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না।’

২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন।

ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে, মিম শোবিজে কাজ করতে চান। কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন। আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি— সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে। 

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
মেজর হাফিজের উপদেশ না শুনে বিপদে পড়েছেন সাকিব May 03, 2025
img
আপসহীনতার এক অনন্য উদাহরণ বেগম জিয়া : হান্নান মাসউদ May 03, 2025
img
এক ম্যাচেই দু’বার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন গিল May 03, 2025
img
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় প্রাণ গেল কৃষকের May 03, 2025
img
‘স্ত্রী ২’এর সাফল্যের পর কত টাকা পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা কাপুর? May 03, 2025
img
রাজধানীতে ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীর প্রাণ গেল May 03, 2025
img
স্বেচ্ছাসেবক লীগ নেতা মহাব্বত গ্রেফতার May 03, 2025
img
কাজ হারাতে চলেছেন শাহরুখ, অমিতাভ, জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা! May 03, 2025
img
ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা May 03, 2025
img
৩ ভারতীয়র মৃত্যুদণ্ডাদেশ দিলো ইন্দোনেশিয়ার আদালত May 03, 2025