রাজধানীতে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহ্ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০২ মে) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী বলেন, নিহত বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কোন গাড়িতে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গেছে সেটা বলতে পারছি না। আমরা আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ওই বৃদ্ধের কাছে ভোটার আইডি কার্ড থাকায় তার নাম পরিচয় পাওয়া গেছে বলেও জানান তিনি।

এসএম/টিএ

Share this news on: