ভক্তের আবদার নাকচ, নেটিজেনদের তোপের মুখে আল্লু

আলোচনার কেন্দ্রে অভিনেতা অল্লু অর্জুন। সম্প্রতি মুম্বই এসেছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে বিমানবন্দরে তাঁর ব্যবহারে ক্ষুব্ধ অনুরাগীরা।

আপনি ‘উদ্ধত’, ‘খারাপ’— দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিকে ধেয়ে এল একের পর এক নেতিবাচক মন্তব্য। ‘পুষ্পা ২’ তাঁর জনপ্রিয়তাকে দ্বিগুণ করেছে। শুধু দক্ষিণ নয় দেশের সর্বত্র তাঁর অভিনয়ের জয়জয়কার। কিন্তু তার পরেও নায়কের উপর কেন রেগে গেল দর্শক?

সমাজমাধ্যমের ব্যবহার যত বেড়েছে, ততই যেন অভিনেতাদের ব্যক্তিগত জীবন বইয়ের খোলা পাতা হয়ে গিয়েছে। তাঁরা কখন কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন— সবটাই দর্শকের নখদর্পণে। সেটাই যেন কোনও কোনও ক্ষেত্রে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।

যেমনটা ঘটেছে অল্লুর ক্ষেত্রে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ অংশগ্রহণের জন্য মুম্বই এসেছিলেন আল্লু। ফেরার পথে বিমানবন্দরেই তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতির। মুম্বইয়ে অনুষ্ঠান সেরে ফিরছিলেন আল্লু। বিমানবন্দরের বাইরে সারা ক্ষণ ছবিশিকারীদের ভিড় দেখা যায়। এ দিনও তার অন্যথা হয়নি। সে সময় নায়ক খানিকটা ব্যস্ততার মধ্যেই ছিলেন। অন্য দিকে আল্লুকে হাতের নাগালে পেয়ে নিজস্বী তোলার লোভ সামলাতে পারলেন না তাঁরই এক ভক্ত। ছুটে এলেন নায়কের কাছে। কিন্তু অল্লু হাসিমুখেই ভক্তের আবদার নাকচ করে এগিয়ে যান বিমানবন্দরের দরজার দিকে।

সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নায়কের দিকে ধেয়ে এসেছে একের পর এক কটু মন্তব্য। কেউ তাঁকে বলেছেন, “খুবই উদ্ধত মানুষ।” কেউ আবার সরাসরি ‘খারাপ মানুষ’ হিসাবে দাগিয়ে দিয়েছেন। যদিও এই বিতর্কে কোনও মন্তব্য করেননি দক্ষিণী তারকা। এপ্রিল মাসেই ৪৩ বছরের জন্মদিন উদ্‌যপন করেছেন অভিনেতা। পাশাপাশি সে দিন নতুন ছবির ঘোষণাও করেন নায়ক। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে যে আগামী ছবিতে জুটি বাঁধছেন আল্লু।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ