এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে ঢাকার পুঁজিবাজার

এপ্রিল মাসজুড়ে লাগাতার দরপতনে বিনিয়োগকারীদের জন্য হতাশার মাসে পরিণত হয়েছে দেশের পুঁজিবাজার। ঈদের পর লেনদেন শুরু হলেও বাজারে ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট, হারিয়েছে ১৭ হাজার কোটি টাকার পুঁজি।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাসের শুরুতে সূচক ছিল ৫২১৯ পয়েন্ট, যা মাস শেষে এসে দাঁড়ায় ৪৯১৭ পয়েন্টে। মাসজুড়ে মোট ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনেই সূচক ছিল পতনে। এর ফলে বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, নেই নতুন করে বিনিয়োগ।

শুধু প্রধান সূচক নয়, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৭৪ পয়েন্ট, আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ৯২ পয়েন্ট। এতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য বলছে, এপ্রিল মাসে ১১ হাজার ৪২৯ জন বিনিয়োগকারী তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। বর্তমানে জিরো ব্যালেন্সের বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি। এক মাসেই সক্রিয় বিও অ্যাকাউন্ট কমেছে ১০ হাজারেরও বেশি।

এ অবস্থায় বিনিয়োগকারীরা হতাশ। অনেকে মনে করছেন, ধারাবাহিক পতনের ফলে বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এক বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন শুধু লোকসান গুনতে হচ্ছে, এর শেষ কোথায়—তা কেউ জানে না।”

পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাজারে মার্জিন ঋণ এখন গলার কাঁটা। এতদিন এটি নিয়ন্ত্রণে ছিল না। নতুন প্রস্তাবে ঋণের সীমা নির্ধারণসহ কয়েকটি খাতে এ ঋণ ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।”

টাস্কফোর্সের সুপারিশে উল্লেখ রয়েছে—লক-ইন শেয়ার, উদ্যোক্তা শেয়ার, প্লেসমেন্ট, অতালিকাভুক্ত কোম্পানি, বন্ড, ডিবেঞ্চার ও মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণের অর্থ ব্যবহার করা যাবে না।

এদিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, “বাজারে স্থিতিশীলতা আনতে হলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। তবেই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে।”

তবে বিএসইসির একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরে বাজারে বড় কোনো আইপিও আসার সম্ভাবনা নেই। এতে করে স্বল্পমেয়াদে বাজার ঘুরে দাঁড়ানোর আশাও ক্ষীণ।

এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে সম্প্রতি ২১ কর্মকর্তাকে বহিষ্কারের ঘটনায় বাজারে নেতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আরও এক মাইলফলকের খুব কাছে বলিউড কুইন আলিয়া May 04, 2025
img
রায়পুরে যানবাহন থেকে বিএনপির ৫ নেতার চাঁদাবাজি May 04, 2025
img
প্র্যাকটিস করতে গিয়ে আহত, লীগ থেকে ছিটকে গেলেন তৌসিফ May 04, 2025
৪৩ বিসিএসের গেজেট বঞ্চিতদের অনশনে ছাত্রলীগ নিয়ে যা বলছেন নুর May 04, 2025
img
বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক May 04, 2025
ব্যবসায়িদের নমিনেশন দেওয়ার সময় ‘আদ্যোপান্ত’ দেখে নিতে আহ্বান শ্রম উপদেষ্টার May 04, 2025
ইতোমধ্যে আমারও বদনাম শুরু হয়েছে May 04, 2025
বছরে ১০ হাজার ৫০০ কোটি টাকা কেবল গ্যাস্ট্রিকের ওষুধে! May 04, 2025
রোহিঙ্গা ও মানবিক করিডোর নিয়ে বিস্তারিত জানালেন দুই উপদেষ্টা May 04, 2025
img
আমি হিংসার পক্ষে নই, নিজেদের ব্যর্থতার দায়ে পাকিস্তানের সাথে যুদ্ধ কোন সমাধান নয়: সাবেক কংগ্রেস নেত্রী May 04, 2025