মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে কি না—সে সিদ্ধান্ত জানা যাবে আজ রবিবার (৫ মে)। বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করবে।
রবিবার সকালে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি সৌদি আরামকোর নির্ধারিত মে মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এবারও এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হবে। একই সঙ্গে ঘোষণা আসবে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দর।
এর আগে ৬ এপ্রিল এলপিজির দাম অপরিবর্তিত রেখে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫০ টাকায় নির্ধারিত রাখে বিইআরসি। তারও আগে ৩ মার্চ এই সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়। তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার দামের উত্থান-পতন দেখা গেছে।
অটোগ্যাসের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। ৬ এপ্রিল প্রতি লিটারে ২ পয়সা কমিয়ে এর দাম নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৪১ পয়সা (ভ্যাটসহ)। এর আগে মার্চে ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে প্রতি লিটার দাম ধরা হয় ৬৬ টাকা ৪৩ পয়সা।
প্রতি মাসের শুরুতে সৌদি সিপির ভিত্তিতে দেশে আমদানি করা বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। বর্তমানে সরকারি পর্যায়ে এলপিজির উৎপাদন ও বাজারজাতকরণ সীমিত হওয়ায়, দাম নির্ভর করে মূলত বেসরকারি আমদানিকারকদের ওপর।
আজকের ঘোষণায় দাম বাড়বে, না কি অপরিবর্তিত থাকবে—তা নির্ভর করছে মে মাসের সৌদি সিপির মূল্য এবং ডলারের বিনিময় হারসহ অন্যান্য আন্তর্জাতিক প্রভাবের ওপর।
এসএস/এসএন