পাবনায় বিএনপির সদস্য সচিবের বাড়িতে হামলা

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বাড়িতে হামলার ঘটনায় অন্তত ৬ জন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় সেখানে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আরিফপুরস্থ দক্ষিণ রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মাসুদ খন্দকারের বাড়ির সামনে বেগম জিয়ার দেশে আসা নিয়ে দলীয় আলোচনা চলছিল। সেখানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। হঠাৎ ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে বাড়ির ভেতর ও বাইরে উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধর করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত ৬ জন নেতাকর্মী আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমি তখন বাড়ির ভেতরে ছিলাম। বাইরে নেতাকর্মীরা বসে রাজনৈতিক আলোচনা করছিলেন। হঠাৎ হামলা হয়। আমার ধারণা, আমাকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসাকে কেন্দ্র করে মঙ্গলবার আনন্দ র্যালি করার জন্য আলোচনা করতে মাসুদ খন্দকারের বাড়িতে নেতাকর্মীরা আসছিল। এমন সময় দুর্বৃত্তরা এসে অতর্কিত হামলা করে। এতে ৫/৬ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির কমিটি গঠন নিয়ে দলটির মধ্যে কিছুদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলা সেই বিরোধেরই ফল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত চলছে।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান May 06, 2025
img
ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ক্যারিবিয়ানদের স্কোয়াড ঘোষণা May 06, 2025
img
চলছে আজহারের আপিল শুনানি, জামায়াত নেতাদের অপেক্ষা May 06, 2025
img
তরুণ কাউকে নেতৃত্ব দিতে চান গম্ভীর May 06, 2025
img
চট্টগ্রামে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার May 06, 2025
img
শুকিয়ে গেছে পাকিস্তানের চেনাব নদী, নেপথ্যে ভারত May 06, 2025
img
তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের May 06, 2025
img
পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কিংবদন্তি টনি ক্রুস May 06, 2025
img
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই May 06, 2025
img
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী আরব আমিরাত May 06, 2025