পাকিস্তানে সাময়িকভাবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত

পাকিস্তানে ভারতের হামলার পর ৪৮ ঘণ্টার জন্য দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

এক বিবৃতিতে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে তাদের অফিশিয়াল ওয়েবসাইট qatarairways.com ভিজিট করার আহ্বান জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

ভারতের নয়টি শহর থেকে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া।

এদিকে, সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে ১২ ঘণ্টা সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

অন্যদিকে, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মীর ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। তাদের মতে, আকাশসীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরেক এয়ারলাইন্স স্পাইসজেটও এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ভারতের কিছু অংশে বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে চলমান পরিস্থিতির কারণে।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাদের দাবি, পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। হামলায় পাকিস্তানে মোট ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন।

ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025
img
জেএফ-১৭ যুদ্ধবিমানের হামলায় ভারতীয় রাফাল ভূপাতিত: দাবি মার্কিন কর্মকর্তাদের, চুপ দিল্লি May 08, 2025
img
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ May 08, 2025
img
১৭ হাজার কোটি টাকার ভোলা-বরিশাল সেতু প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে May 08, 2025
img
বিপিএল ফুটবলে রেফারি সংকটে অনিশ্চয়তায় তিন ভেন্যুর খেলা May 08, 2025
img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025