কুড়িগ্রামে ১৪ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ১৪ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৭ মে) ভোরে তাদের আটক করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেছেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে তারা কোথা থেকে এসেছে।

জানা গেছে, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন বাজার নামক স্থান থেকে আজ ভোরে ১৪ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা।

পরে স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এদেরর মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী রয়েছে।

চরভুরুঙ্গামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর ইসলাম জানান, আমি ভোরে বাজারে গিয়ে নতুনহাটে অনেক লোকজনের জটলা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে তার রোহিঙ্গা শরণার্থী বলে জানান।

তারা আরো জানায়, ভারতের আসাম রাজ‍্যের জেল থেকে সোমবার (৬ মে) বিকেলে ছাড়া পেয়ে মঙ্গলবার ভোরে তাদেরকে ভারত থেকে সীমান্ত পার করে দেয়। সেখান থেকে নুতুনহাটে এসে অবস্থান নেয়। পরে তাদেরকে স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

আমিনুর ইসলাম বলেন, আটক রোহিঙ্গারা আরো জানায়, তারা ২০১২ সালে উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প থেকে বেরিয়ে ভারতের আগরতলা হয়ে আসামে প্রবেশ করেন। সেখানে তারা পুলিশের হাতে আটক হয়ে এতদিন আসামের জেলে বন্দি ছিলেন।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ফজরের নামাজের পর নতুন হাট বাজারে ১৪ জন রোহিঙ্গাকে ঘোরাফেরা করতে দেখে মুসল্লিরা। পরে তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানান, ভারত থেকে তাদেরকে সীমান্ত দিয়ে পার করে দেওয়া হয়েছে। তারা আরোও জানায়, কয়েক বছর আগে রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে গিয়ে ধরা পড়ে জেল খাটেন তারা।

সাজা শেষ হলে তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, ১৪ জন রোহিঙ্গাকে আটকের খবর বিজিবি কর্তৃক মোবাইল ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত আটকদের থানায় সোপর্দ করা হয়নি।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক রোহিঙ্গাদের আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা ভারত থেকে নাকি অন্য কোথাও থেকে এসেছে তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

আরএম/এসএন
 

Share this news on: