ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে তাৎক্ষণিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ মে) এই ঘোষণার মাধ্যমে তিনি দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন।
৩৮ বছর বয়সী রোহিত তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৬৭টি টেস্টে তিনি ৪,৩০১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। তার গড় ছিল ৪০.৫৭।
রোহিত শর্মা ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়াও, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে তিনি নেতৃত্ব দিয়েছেন, যদিও শেষ দিকের কিছু সিরিজে তার পারফরম্যান্স ছিল মাঝারি মানের।
রোহিতের অবসরের পর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে নতুন অধিনায়ক পাবে ভারত। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ, কে. এল. রাহুল, শুভমান গিল ও ঋষভ পন্ত।
এফপি/এস এন