সান সিরোতে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে ইন্টার মিলান-বার্সেলোনা। রেফারির শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ভাগ্য নিশ্চিত ছিল না। শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে জয়ের স্বপ্ন দেখা বার্সেলোনাকে জিততে দেয়নি ইন্টার।
আর বিপরীতে পৃথিবীর সব হতাশা যেন বার্সেলোনাকে ঝেঁকে বসে। দুর্দান্ত খেলার পরও এমন পরাজয় তাই মানতে পারছেন না কাতালান ক্লাবটির খেলোয়াড়রা। হারের পর রেফারি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এর মধ্যে ম্যাচটি উয়েফাকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন পেদ্রি।
রেফারি সিমোন মার্সিনিয়াকের সিদ্ধান্তগুলো যদি ইন্টারের পক্ষে না যেত তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে জানান পেদ্রি। স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘এই রেফারি আমাদের সঙ্গে এবারই প্রথমবার এমনটি করেছেন তা কিন্তু নয়। তাই আমার মনে হয় উয়েফার উচিত হবে তদন্ত করা। অনেক বিষয় ঘটেছে যা ব্যাখ্যা করা কঠিন।
প্রতিটা ৫০/৫০ সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। লামিনের পেনাল্টি যা পরে ফাউল ধরা হয়েছে। কিন্তু হেনরিখ মেখিতারিয়ানকে তিনি হলুদ কার্ড দেখাননি। তার দ্বিতীয় হলুদ কার্ড হইত।’
রেফারির সিদ্ধান্তের বিষয়ে শিষ্য পেদ্রির সঙ্গে একমত কোচ হান্সি ফ্লিকও।
বার্সেলোনা কোচ বলেছেন, ‘জানি এভাবে বিদায় নেওয়ায় সবাই হতাশ। ম্যাচ জিততে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। পিছিয়ে পড়েও ফিরেছি। তবে আমার মনে হয় কিছু সিদ্ধান্ত, যেমন ৫০/৫০ সিদ্ধান্ত সব সময় ইন্টারের পক্ষে গেছে। এমনটা অবশ্য হয়। আমরা এটা মেনে নিয়েছি। আর এটাই ফুটবল।’
আরএম/এসএন